AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাধুরীর প্রতি প্রকাশ্যে প্রেম নিবেদন করলেন শ্রীরাম

সুখী দাম্পত্যে রয়েছেন শ্রীরাম এবং মাধুরী। এই মুহূর্তে তাঁরা মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। ছুটির মুহূর্তের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দম্পতি। তেমনই একটি ছবি পোস্ট করে মাধুরীকে প্রতি প্রেম নিবেদন করলেন শ্রীরাম।

মাধুরীর প্রতি প্রকাশ্যে প্রেম নিবেদন করলেন শ্রীরাম
দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Apr 02, 2021 | 5:50 PM
Share

ডক্টর শ্রীরাম নেনে। নামটা শুনলে একবারে হয়তো চেনা মুশকিল। কিন্তু যখনই তাঁর সঙ্গে বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) মাধুরী দীক্ষিতের (Madhuri dixit) নাম জড়িয়ে যাবে, মনে করতে পারবেন শ্রীরাম কে।

ঠিকই ধরেছেন। শ্রীরাম মাধুরীর স্বামী। ১৯৯৯-এর ১৭ অক্টোবর শ্রীরাম-মাধুরী বিয়ে করেন। বরাবরই প্রাইভেট পার্সেন নেনে। কিন্তু হঠাৎই প্রকাশ্যে মাধুরীর প্রতি প্রেম নিবেদন করলেন তিনি।

সুখী দাম্পত্যে রয়েছেন শ্রীরাম এবং মাধুরী। এই মুহূর্তে তাঁরা মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। ছুটির মুহূর্তের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দম্পতি। তেমনই একটি ছবি পোস্ট করে মাধুরীকে প্রতি প্রেম নিবেদন করলেন শ্রীরাম।

শ্রীরামের পোস্ট করা ছবিতে মাধুরী যথারীতি এভারগ্রিন। ক্যাপশনে শ্রীরাম লিখেছেন, ‘নো ম্যাটার রেন অর শাইন, আই গট ইউ বেব।’

আরও পড়ুন, জন্মদিনে কেন কেক কাটেন না অজয় দেবগণ?

কখনও ক্যান্ডেল লাইট ডিনার, কখনও বা বোট রাইড- অবসরের প্রতিটি মুহূর্ত এনজয় করছেন মাধুরী। টেলিভিশনে জনপ্রিয় নাচের শো-এ বিচারকের আসনে তাঁকে দেখেন দর্শক। বড়পর্দায় একের পর এক হিট ছবি তিনি দর্শককে উপহার দিয়েছেন। কিন্তু এখন কাজ করেন বেছে বেছে। মাধুরী আগেই জানিয়েছেন, গল্পের উপর তিনি সবথেকে বেশি জোর দেন। তার পর তাঁর কাছে প্রাধান্য পায় তাঁর চরিত্র। সে কারণেই এখন কাজ আগের থেকে অনেক কমিয়ে দিয়েছেন। তবে বরাবরই পরিবার তাঁর কাছে প্রাধান্য পেয়েছে। ঠিক এখন যেমন পারিবারিক ছুটি এনজয় করছেন মাধুরী।