AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘চেহরে’র ট্রেলারে অবশেষে দেখা মিলল রিয়ার, তবে চোখের পলকে ‘ভ্যানিশ’ অভিনেত্রী

তিন মিনিটের ট্রেলারটিতে রিয়ার উপস্থিতি মাত্র কয়েক সেকেন্ড। আপনি কোনও কারণে চোখের পলক ফেললেই মিস করে যেতে পারেন সেই অ্যাপিয়ারেন্স।

'চেহরে'র ট্রেলারে অবশেষে দেখা মিলল রিয়ার, তবে চোখের পলকে 'ভ্যানিশ' অভিনেত্রী
দেখা যাবে রিয়াকে?
| Edited By: | Updated on: Mar 18, 2021 | 6:37 PM
Share

থেকেও যেন নেই! অমিতাভ বচ্চন এবং ইমরান হাসমি অভিনীত ‘চেহরে’ ট্রেলারে রিয়া চক্রবর্তীর অ্যাপিয়ারেন্স অনেকটা তেমনই। বৃহস্পতিবার মুক্তি পেল চেহরের ট্রেলার। টিজার এবং ছবির পোস্টারের মতো রিয়াকে একেবারে ছেঁটে না ফেললেও প্রায় তিন মিনিটের ট্রেলারটিতে রিয়ার উপস্থিতি মাত্র কয়েক সেকেন্ড। আপনি কোনও কারণে চোখের পলক ফেললেই মিস করে যেতে পারেন সেই অ্যাপিয়ারেন্স।

ট্রেলারটি আদ্যপান্ত সাসপেন্সে ঘেরা। অ্যাকশনে মোড়কে গাঁথা থ্রিলারে অমিতাভ বচ্চনের চরিত্রটি বেশ আকর্ষণীয়। এক ক্রিমিনাল আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বরফে ঘেরা এক পাহাড়ে যিনি বন্ধুদের নিয়ে ‘মক ট্রায়াল’ করে থাকেন। সেই মক ট্রায়ালে ইমরান হাসমিকে দেওয়া হয় অপরাধীর চরিত্র। আর সেখান থেকেই সাসপেন্সের সূত্রপাত। রুমি জাফরি পরিচালিত ওই ছবির ট্রেলারে রিয়াকে দেখা যাচ্ছে ট্রেলারের একেবারে শেষের দিকেই। তাঁর মুখে কোনও সংলাপ নেই। রিয়ার উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের একাংশ যেমন রিয়ার এত কম স্ক্রিন প্রেজেন্স দেখে দ্বিচারিতা তত্ত্ব খাঁড়া করেছেন অন্যদিকে আবার রিয়া আছেন বলে অনেকে ছবিটি বয়কট করবেন বলে জানিয়েছেন কমেন্ট সেকশনে।

দেখুন চেহরের ট্রেলার

 

এর আগে ‘চেহরে’র টিজার এবং পোস্টারে রিয়ার না থাকা নিয়ে মুখ খুলেছিলেন ছবির প্রযোজক আনন্দ পন্ডিত। সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “আমরা এই মুহূর্তে রিয়ার বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সঠিক সময়ে তার সম্পর্কিত প্রশ্নের জবাব দেব। এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারি না।”

অন্যদিকে আসন্ন ছবি নিয়ে নীরব রিয়াও। সোশ্যাল মিডিয়ায় প্রমোশনে এখনও পর্যন্ত অংশ নিতে দেখা যায়নি তাঁকে। রিয়ার ইনস্টাগ্রাম বলছে শেষ পোস্ট তিনি করেছেন ৮ মার্চ। নারীদিবসের দিন, তাও প্রায় সাত মাস পর। মায়ের হাতে হাত রেখে ছবি শেয়ার করে রিয়া লিখেছিলেন, “মা আর আমি… সব সময় একসঙ্গে…আমার শক্তি… আমার বিশ্বাস… আমার ভরসা… আমার মা”। গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটিজেনদের একাংশের কাঠগড়ায় রাতারাতি ‘ভিলেন’ হয়ে ওঠা রিয়া চক্রবর্তীর চরিত্রও কি ফাইনাল এডিটে ছুরি কাঁচি চলেছে? তা জানা যাবে আগামী ৯ এপ্রিল। কারণ ওই দিনই মুক্তি পাবে ‘চেহরে’।

 

 

View this post on Instagram

 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)