Esha Deol: ‘সকলের মাঝে বসে বাবার লিপলক দেখা…’, ধর্মেন্দ্র-শাবানার চুমুতে কি আপত্তি এষার?
Viral News: কিন্তু মেয়ে এষা দেওল? তাঁর কাছে বিষয়টা ঠিক কেমন? প্রশ্ন করতেই এষা দেওয় জানিয়ে দেন তাঁর মতামত। ছবি নিয়ে তেমন কোনও বিতর্ক নয়।

সম্প্রতি বলিউড ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। কারণ একটাই, ছবির দৃশ্যে ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বন। যা নিতে নানা জনের নানা মত। কেউ এই সাহসী দৃশ্যকে প্রশংসা করেছেন, কেউ আবার তা নিয়ে রীতিমত সমালোচনাও করেছেন। তবে হেমা মালিনী এই বিষয় বেশ সাবলীল। তাঁর কথায়, তাঁরা অভিনেতা, চরিত্রের চাহিদায় নিজের সীমা লঙ্ঘন না করে যতটা সম্ভব করার চেষ্টা করে থাকেন অভিনেতারা। কিন্তু মেয়ে এষা দেওল? তাঁর কাছে বিষয়টা ঠিক কেমন? প্রশ্ন করতেই এষা দেওয় জানিয়ে দেন তাঁর মতামত। ছবি নিয়ে তেমন কোনও বিতর্ক নয়।
এষা বললেন, ”ভালবাসা কিংবা চুমুর কি কোনও বয়সসীমা হয়? কে বলেছে? বাবা সব থেকে কুল, বাবা হ্যান্ডসম, বাবা স্বভাবতই রোম্যান্টিক। সায়েরি… কাব্য করা এগুলো বাবা করবেনই। বাবা এভাবেই থেকে এসেছেন। শাবানাজি দারুণ। জয়া আন্টির জন্যও আমার ভালবাসা রয়েছে। করণ জোহার দারুণ। এত সুন্দরভাবে এই দৃশ্য শুট করা হয়েছে। আর সকলেই পেশাগত অভিনেতা।” আর বাবার চুমুর দৃশ্য আর ছবি দেখার প্রসঙ্গে জানান এষা, তিনি ছবির ছবির অনেক অংশই দর্শক হিসেবে উপভোগ করেননি, কারণ দিনের শেষে তিনি ধর্মেন্দ্রর মেয়ে। এখানে অনেক আবেগঘন দৃশ্য রয়েছে। তবে ছবিটা আমি দেখব।
একদিকে বলিউড সুপারস্টার ধর্মেন্দ্র, অন্যদিকে ৭০-৮০ দশকের পর্দার হটস্টার শাবানা আজমি। এই জুটি যে এত দশক পর আবারও পর্দায় মুখোমুখি হবেন এবং এক মিষ্টি ছোট্ট প্রেমের গল্প বলবেন, তা হয়তো অনেকেই অনুমান করে উঠতে পারেননি। এই প্রেমে বিচ্ছেদ আছে, বিরহ আছে, অভিমান আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আবার ঠিক ততটাই কাছে পাওয়ার স্বপ্ন আছে। না, বাস্তব নয়। এ গল্প করেন জোহার পরিচালিত ও প্রযোজিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র। যেখানে এই দুই প্রবীণ অভিনেতা একে অপরের সঙ্গে জুটি বেঁধেছেন। তা নিয়ে এখনও শোরগোল বর্তমান।





