AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতিযোগীতার জন্য বলিউড থেকে সরে গিয়েছিলেন এষা দেওল?

Esha Deol: এষা মনে করেন, জীবনের একটা পর্যায়ে পৌঁছে যাওয়ার পর সকলেরই পরিবার শুরু করা উচিত। কিন্তু একজন অভিনেতার দক্ষতা কখনও নষ্ট হয় না।

প্রতিযোগীতার জন্য বলিউড থেকে সরে গিয়েছিলেন এষা দেওল?
এষা দেওল।
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 8:39 AM
Share

২০০২। মুক্তি পেয়েছিল ‘কোই মেরে দিল সে পুছো’। সে ছবির মাধ্যমেই বলিউডে অভিনয়ে ডেবিউ করেছিলেন এষা দেওল। ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর কন্যা। ফলে পারিবারিক গরিমা বজায় রাখার চাপ এষার উপর শুরু থেকেই ছিল। নিজের মতো করে চেষ্টাও করছিলেন তিনি। ২০১১ থেকে হঠাৎই কাজ কমিয়ে দিতে শুরু করেন এষা। সে সময় কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা খোলসা করলেন অভিনেত্রী।

এষা স্বীকার করে নিয়েছেন, সে সময় ব্যক্তি জীবনে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি। তাঁর কথায়, “সচেতন ভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। আমি ভরতের সঙ্গে থিতু হতে চেয়েছিলাম। সংসার শুরু করতে চেয়েছিলাম। প্রেমে পড়েছিলাম। সেই সময়টা এনজয় করছিলাম। আর বাচ্চারা ছোট থাকলে ঠিক সময়ে ঠিক কাজটা করতেই হয়।”

এষা মনে করেন, জীবনের একটা পর্যায়ে পৌঁছে যাওয়ার পর সকলেরই পরিবার শুরু করা উচিত। কিন্তু একজন অভিনেতার দক্ষতা কখনও নষ্ট হয় না। ক্রাইম ড্রামা সিরিজ ‘রুদ্র- দ্য এজ অব ডার্কনেস’-এ অভিনয় করবেন এষা। যা চলতি বছরের শেষে দেখা যাবে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে। শোনা যাচ্ছে, একদিকে যেমন অসাধারণ স্টোরি লাইন, আর একদিকে শক্তিশালী অভিনেতাদের দেখা যাবে এই সিরিজে। মুখ্য ভূমিকায় থাকবেন অজয় দেবগণ।

এ বিষয়ে এষা সাংবাদিকদের বলেন, “অভিনেতা হিসেবে যে সব প্রজেক্টে নতুন কিছু করার থাকবে, যেটা দর্শক হিসেবে আমার দেখতে ভাল লাগবে, আমি সেটাই করতে চাইব। এই সিরিজে এমন কিছু থাকবে, যা ভারতীয় কনটেক্সটে আগে দেখা যায়নি, এটুকু বলতে পাকি। আপাতত ডিজিটাল ডেবিউয়ের জন্য মুখিয়ে আছি। অনেক দিন পরে অজয় দেবগণের সঙ্গে কাজ করব, সেটাও আনন্দের।”

অজয় দেবগণকে নাকি একটি ধুসর চরিত্রে দেখা যাবে। আর নিজের চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাননি এষা। রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ‘কেকওয়াক’-এ অভিনয়ের পর ফের তাঁর পরিচালিত ‘এক দুয়া’তে অভিনয় করলেন এষা। অভিনেত্রী জানিয়েছেন, চিত্রনাট্য শুনে রাজি না হওয়ার কোনও প্রশ্ন ছিল না। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের মা। আবার পর্দাতেও মা-মেয়ের সম্পর্কের গল্পে কাজ করতে সব সময়ই ভাল লাগে তাঁর। কেরিয়ারের দ্বিতীয় পর্যায় শুরু করেছেন এষা। দুই সন্তান, সংসার এখনও তাঁর প্রায়োরিটি। কিন্তু তার মধ্যেও নিজের কাজ করছেন। অভিনেত্রী হিসেবে ভাল কাজের খিদে রয়েছে এখনও। ফলে ভাল চিত্রনাট্যের আশায় রয়েছেন। এক সময় শোনা যায়, প্রতিযোগিতার কারণে নাকি তিনি ইন্ডাস্ট্রি থেকে সরে যেতে বাধ্য হন। কিন্তু সেই ধারণাকে নিজেই ভুল প্রমাণ করলেন। বরং ৩৯ বছর বয়সে দুই সন্তানের মা এষা ক্রিজে ফিরলেন পুরনো মেজাজেই।

আরও পড়ুন, ছেলের জন্য আপনার কাছে একটি সাজেশন চাইলেন শ্রেয়া, কী জানেন?

'বাংলার দুঃখ'-কে দুঃখী করছে বালি পাচারকারীরা, গানে গানে প্রতিবাদ
'বাংলার দুঃখ'-কে দুঃখী করছে বালি পাচারকারীরা, গানে গানে প্রতিবাদ
কারা বেলডাঙায় অশান্তিতে জড়িত? সবটা সামনে আনল মুর্শিদাবাদ পুলিশ
কারা বেলডাঙায় অশান্তিতে জড়িত? সবটা সামনে আনল মুর্শিদাবাদ পুলিশ
BJP কর্মীকে মারধর নিয়ে যুক্তি ব্রাত্যর, শমীক বললেন 'রাম এখানে ব্রাত্য'
BJP কর্মীকে মারধর নিয়ে যুক্তি ব্রাত্যর, শমীক বললেন 'রাম এখানে ব্রাত্য'
শুনানিকেন্দ্রে ভাঙচুর, কোথাও অবরোধ, দিকে দিকে তুলকালাম, দেখুন ভিডিয়ো
শুনানিকেন্দ্রে ভাঙচুর, কোথাও অবরোধ, দিকে দিকে তুলকালাম, দেখুন ভিডিয়ো
মধ্যরাতে থানায় ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়
মধ্যরাতে থানায় ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়
মনে SIR ভয়, স্ত্রীর সঙ্গ 'ছেদের' আশঙ্কায় 'আত্মঘাতী' স্বামী!
মনে SIR ভয়, স্ত্রীর সঙ্গ 'ছেদের' আশঙ্কায় 'আত্মঘাতী' স্বামী!
মোদীর ভুল উচ্চারণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়
মোদীর ভুল উচ্চারণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়
কাজল শেখের বাড়িতে শুনানির নোটিস, হাজিরা দিতে হবে ২৮ তারিখ
কাজল শেখের বাড়িতে শুনানির নোটিস, হাজিরা দিতে হবে ২৮ তারিখ
সিইও দফতরে যাবেন অভিষেক, সময় চেয়ে মেইল পাঠাল তৃণমূল
সিইও দফতরে যাবেন অভিষেক, সময় চেয়ে মেইল পাঠাল তৃণমূল
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অদূরে বসে ৫১৯ বছর পুরনো মাছের মেলা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অদূরে বসে ৫১৯ বছর পুরনো মাছের মেলা