‘ভাইজান’কে বিক্রি মাত্র ৫০ টাকায়! শ্রীঘরে তিন যুবক
বারবার সতর্ক করা সত্ত্বেও, ফিল্মের পাইরেটেড সংস্করণ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল।
ভাইজান সতর্কবার্তা দিয়েছিলেন। সোশ্যাল হ্যান্ডেলে সলমন লিখেছেন, ‘আইএনআর ২৪৯ পার ভিউ মূল্যে রাধে দেখতে পারেন আপনারা। কিন্তু যে সব পাইরেটেড ওয়েবসাইটে রাধে স্ট্রিমিং হচ্ছে বেআইনি ভাবে, মনে রাখবেন এটা গুরুতর অপরাধ। এই সব পাইরেটেড ওয়েবসাইটগুলির বিরুদ্ধে সাইবার সেল যথোপযুক্ত ব্যবস্থা নেবে।’ সাধারণ দর্শকের কাছে সলমন অনুরোধ করেন, আবেদন করেন। তাঁর যুক্তি এই পাইরেটেড ওয়েবসাইটে গিয়ে ছবি না দেখলেই, এদের ব্যবসা বন্ধ হবে। যাঁরা পাইরেটেড ওয়েবসাইটে গিয়ে ছবি দেখছেন, সাইবার সেল তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন বলে সতর্ক করেছেন সলমন।
আরও পড়ুন দু’দশক পর ‘ডিস্কো ডান্সার’ ফিরছে নাট্যমঞ্চে! সৌজন্যে সেলিম-সুলেমান
View this post on Instagram
পাইরেসি নিয়ে ছবি মুক্তির আগে থেকে সলমন খান খুব কঠোর এবং সোচ্চার ছিলেন। সিনেমাহল বন্ধ তাই অনলাইন স্ট্রিমিং আয়ের বড় উৎস হয়ে উঠেছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ গত সপ্তাহে ইদের দিন মুক্তি পেয়েছিল এবং যে কেউ পাইরেসিতে লিপ্ত হবেন তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে একাধিক সতর্কতা জারি করেন অভিনেতা। সেই মতো ব্যবস্থাও নিলেন।
— Salman Khan (@BeingSalmanKhan) May 15, 2021
বারবার সতর্ক করা সত্ত্বেও, ফিল্মের পাইরেটেড সংস্করণ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল। তাই ফিল্ম নির্মাতাদের পাইরেসির শিকড়ে পৌঁছতে আইনী পদক্ষেপ নিলেন। মুম্বই সাইবার সেলের কাছে একটি অভিযোগ দায়ের করেন তাঁরা এবং পরে দেখা গিয়েছে যে একজন ফেসবুক ব্যবহারকারী পাইরেটেড ফাইলটি ভারতীয় মূল্যে ৫০ টাকায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিক্রি করছিলেন।
খবরে বলা হয়েছে, সলমন খান ফিল্মসের একজন সদস্য ক্রেতা সেজে চ্যাটিং অ্যাপের মাধ্যমে ছবি বিক্রেতাকে ধরে ফেলেন। এর ফলে পাইরেসিতে জড়িয়ে থাকার কারণে সেই ব্যক্তি এবং আরও দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।