Vicky-Katrina: ‘আমি এক দাদা পেলাম…’, জামাইবাবুকে নিয়ে উচ্ছ্বসিত ক্যাটরিনার বোন
কখনও দিদি-জামাইবাবুর বিয়ের ছবি আবার কখনও বা গায়ে হলুদের ছবি শেয়ার করেই যাচ্ছেন ইসাবেলা। সেলিব্রেশনের রেশ এখনও জারি, জানাচ্ছে তাঁর ইনস্টাগ্রাম। ভিকির জন্য মিষ্টি এক বার্তা লিখেছেন ইসাবেলা।
দিদির মতো বলিউডে কেরিয়ার গড়ার ইচ্ছা তাঁরও। ইতিমধ্যে অভিনয়ও করে ফেলেছেন বলিউডের ছবিতে। তিনি ইসাবেলা কাইফ। পরিবারে ভিকির এন্ট্রিতে উচ্ছ্বসিত তিনি। ভিকিকে নিয়ে, দিদিকে নিয়ে একের পর এক পোস্ট করছেন সামাজিক মাধ্যমে।
কখনও দিদি-জামাইবাবুর বিয়ের ছবি আবার কখনও বা গায়ে হলুদের ছবি শেয়ার করেই যাচ্ছেন ইসাবেলা। সেলিব্রেশনের রেশ এখনও জারি, জানাচ্ছে তাঁর ইনস্টাগ্রাম। ভিকির জন্য মিষ্টি এক বার্তা লিখেছেন ইসাবেলা। লিখেছেন, “গতকাল এক দাদা পেলাম আমি। আমাদের ক্রেজি পরিবারে তোমায় স্বাগত। তোমায় পেয়ে আমরা ভাগ্যবান। তোমাদের দুজনকে অনেক অনেক অনেক শুভেচ্ছা। পৃথিবীর সমস্ত ভালবাসা তোমাদের হোক।”
এখানেই শেষ নয়, গায়ের হলুদের ছবিও শেয়ার করেছেন ইসাবেলা। একগাল হাসি, ভিকিকে হলুদ মাখিয়ে দিচ্ছেন। স্নেহ-আদর মিলেমিশে একাকার। ক্যাপশনেও ভালবাসার পরশ। ইসাবেলা লিখেছেন, “আনন্দ আর মজা। হাসতে হাসতে গাল ব্যথা হয়ে গিয়েছিল আমার।” জামাইবাবু আর শ্যালিকার কেমিস্ট্রি মুগ্ধ করেছে নেটিজেনদেরও।
গত ৯ জানুয়ারি জয়পুরের সিক্স সেন্স প্রাসাদে বিয়ে করেছেন ভিকি-ক্যাট। তাঁদের বিয়ে নিয়ে প্রথম থেকেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।
তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের।
View this post on Instagram
আরও পড়ুন- Kim Kardashian: স্ত্রীর কাছে ফিরতে মরিয়া কানইয়ে, স্বামীকে দ্বিতীয় বার সুযোগ দেবেন কিম?
আরও পড়ুন- Nora Fatehi: এই জনপ্রিয় গায়কের সঙ্গে গোয়ায় একান্তে নোরা ফতেহি, বলিউডে নতুন প্রেম?