Amitabh Bachchan Jaya Anniversary: ‘জঞ্জির’ মুক্তি না পেলে হয়তো বিয়েই হত না অমিতাভ-জয়ার!

‘জঞ্জির’-এর মুখ্য ভূমিকায় অমিতাভ, জয়া ছাড়াও প্রাণ, অজিতের মতো শিল্পীরা অভিনয় করেছিলেন। এই ছবির সাফল্য সেলিব্রেট করতে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। সে কথা বাবা অর্থাৎ হরিবংশ রাই বচ্চনকে জানান অমিতাভ। জয়ার যাওয়া নিয়ে প্রশ্ন ওঠে।

Amitabh Bachchan Jaya Anniversary: ‘জঞ্জির’ মুক্তি না পেলে হয়তো বিয়েই হত না অমিতাভ-জয়ার!
বিয়ের দিন দম্পতি (বাঁদিকে), দম্পতি এখন (ডানদিকে)।
Follow Us:
| Updated on: Jun 03, 2021 | 8:57 AM

৪৮ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন তাঁরা। অর্থাৎ বলিউডের সেলেব দম্পতি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। আজ তাঁদের বিবাহবার্ষিকী। শুধুমাত্র পর্দার জনপ্রিয় জুটি নন। বাস্তবেও কীভাবে একে অপরের পরিপূরক হতে হয়, তা যেন শিখিয়েছেন দম্পতি। এই জুটির বিয়ের অনেক গল্প রয়েছে। জানেন কি, ১৯৭৩-এ মুক্তিপ্রাপ্ত ‘জঞ্জির’ ছবিটা তৈরি না হলে, হয়তো বিয়েই হত না, অমিতাভ-জয়ার?

‘জঞ্জির’-এর মুখ্য ভূমিকায় অমিতাভ, জয়া ছাড়াও প্রাণ, অজিতের মতো শিল্পীরা অভিনয় করেছিলেন। এই ছবির সাফল্য সেলিব্রেট করতে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। সে কথা বাবা অর্থাৎ হরিবংশ রাই বচ্চনকে জানান অমিতাভ। জয়ার যাওয়া নিয়ে প্রশ্ন ওঠে।

সে সময় অমিতাভ এবং জয়ার প্রেম কাহিনি নিয়ে প্রচুর জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। তা জানতেন অমিতাভ-জয়ার পরিবারের সদস্যরাও। ফলে যখনই ‘জঞ্জির’-এর সাফল্য সেলিব্রেট করার জন্য অমিতাভের সঙ্গে জয়ারও লন্ডন যাওয়ার কথা ওঠে, তখন হরিবংশ শর্ত দেন বিয়ে করে তবেই লন্ডন যেতে পারবেন তাঁরা।

অমিতাভ বাবার শর্ত মেনে নিন। তড়িঘড়ি বিয়ের আয়োজন হয়। মালাবার হিলে জয়ার এক বন্ধুর বাড়িতে বিয়ে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন অমিতাভ-জয়া। ‘জঞ্জির’-এর সাফল্য সেলিব্রেট করা উদ্দেশ্য ছিল বটে। তবে একই সঙ্গে মধুচন্দ্রিমাও সেরে ফেলেন দম্পতি।

বিয়ের দিনের স্মৃতিচারণায় অমিতাভ একবার তাঁর ব্লগে লিখেছিলেন, ‘খুব সাধারণ ভাবে বিয়ের দিন তৈরি হয়েছিলাম। মালাবার হিলে জয়ার বন্ধুর বাড়িতে যেখানে বিয়ে করেছিলাম, সেখানে নিজেই গাড়ি চালিয়ে যেতে চেয়েছিলাম। আমার ড্রাইভার নাগেশ রীতিমতো ঠেলে নামিয়ে দিয়ে নিজে চালিয়ে নিয়ে যায়। ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়া হয়নি। প্রতিবেশীরা আমাকে প্রায় বের করে নিয়ে যাচ্ছিল। বৃষ্টি বাঁচিয়ে দিয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই বিয়ের অনুষ্ঠান হয়ে গিয়েছিল, মিস্টার অ্যান্ড মিসেস…।’

আরও পড়ুন, আহত অভিনেতা নীল চট্টোপাধ্যায়, মাথায় পড়ল পাঁচটি সেলাই