শুধুমাত্র ‘O’ লিখে কী সংকেত দিতে চাইছেন হৃত্বিক রোশন?
চলতি বছরে হৃত্বিক রোশন ভীষণ ব্যস্ত। একের পর এক ছবির শুটিং। ‘ওয়ার’–এর পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি ‘ফাইটার’–এ অভিনয় করছেন তিনি। ওঁর বিপরীতে থাকছেন দীপিকা পাডুকোন।
হৃত্বিক রোশন বলিউডের মেগাস্টার। তাঁর এক-একটি সোশ্যাল পোস্টে লাখো-লাখো লাইকস্। তবে সম্প্রতি এক অদ্ভূত পোস্টে নেটিজেনদের নজর কাড়লেন হৃত্বিক। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শর্ট অ্যানিমেটেড ক্লিপ পোস্ট করেন হৃত্বিক। এক অদ্ভূত ধরণে লেখা ইংরেজি অক্ষরটি। ‘O’-এর মাথায় গজিয়েছে দুটো শিং। দেখে মনে হচ্ছে এ যেন একেবারে ‘শয়তানি’ O।
আরও পড়ুন পরনে লাল বেনারসি, কোমরে বন্দুক গুঁজে কোথায় চললেন একাকী রাধিকা
View this post on Instagram
তবে কিছুক্ষণেই সে ভাবনা একেবারে বদলে যায়। O অক্ষরটি ভ্যানিশ হয়ে চলে আসে রঙিন O। আর O সমেত আরও কিছু অক্ষর। H, L এবং I। দেখা যায় এক স্মাইলি মুখও। আর ভিডিয়োর নিচে লেখা— ‘অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয়’। ভিডিয়ো ক্লিপটি পোস্ট করে হৃত্বিক ক্যাপশনে লেখেন, ‘ভালবাসা, হাসি, বাঁচা। হ্যাপি হোলি, সুন্দর মানুষ। ভাল থাকুন।’ এভাবেই হৃত্বিক দিলেন হোলির শুভেচ্ছাবার্তা।
View this post on Instagram
চলতি বছরে হৃত্বিক রোশন ভীষণ ব্যস্ত। একের পর এক ছবির শুটিং। ‘ওয়ার’–এর পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি ‘ফাইটার’–এ অভিনয় করছেন তিনি। ওঁর বিপরীতে থাকছেন দীপিকা পাডুকোন। শোনা যাচ্ছে একটি হলিউড ছবিতেও অভিনয় করার কথা চলছে হৃতিকের। ‘ফাইটার’–এর শুটিং শেষ করে ‘কৃষ-ফোর’-এর কাজ শুরু করবেন হৃতিক রোশন। কিছুদিন আগে এল আরও এক নতুন খবর আমিরের পরিবর্তে তামিল ছবির হিন্দি রিমেকে ‘ভেধা’র চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক। তামিল ছবির ‘বিক্রম ভেধা’র পরিচালক পুষ্কর এবং গায়েত্রী।