অভিনেতা বোমান ইরানির পুত্র কায়োজ ইরানি পরিচালিত ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করবেন বনি-শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কায়োজের মাথার উপর হাত রেখেছেন করণ জোহর নিজে। তাই পরপর দুটি প্রজেক্টেই করণের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনসের সঙ্গে কাজের সুযোগ পেলেন বোমান-পুত্র। করণ প্রযোজিত অ্যান্থোলজি সিরিজ ‘আজীব দাস্তান’-এর একটি গল্প পরিচালনা করেছেন কায়োজ। পরবর্তীতে করণের প্রযোজনাতেই তৈরি করতে চলেছেন তাঁর পূর্ণদৈর্ঘ্যের ফিচার ছবি। আর সেই ছবিতেই নায়িকার চেয়ারে জাহ্নবী কাপুর।
ধর্মা প্রোডাকশনসের সঙ্গে আগেই দুটি ছবি সাইন করা ছিল জাহ্নবীর। একটি ‘দোস্তানা ২’, অন্যটি ‘মিস্টার লেলে’। দুটি ছবির কাজই আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ‘দোস্তানা ২’ ছবিতে কার্তিক আরিয়ানের কাজ করার কথা ছিল। কিন্তু করণের সঙ্গে সমস্যার কারণে তাঁকে ছবি থেকে সরানো হয়। ছবির কাস্টে বড়সড় পরিবর্তন আসবে বলেই জানা যাচ্ছে। তার উপর ‘মিস্টার লেলে’ ছবিটিও এখন হচ্ছে না। তাই কায়োজের ছবিতে জাহ্নবীকে কাস্ট করেছেন করণ। ছবিটি একটি রোম্যান্টিক কমিডি।
তবে জাহ্নবীর বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, সেখানে থাকতে পারেন ধর্মা ব্যানারের দুই অভিনেতার যেকোনও একজন – বরুণ ধাওয়ান কিংবা সিদ্ধার্থ মালহোত্রা।
আরও পড়ুন: এবার প্রযোজনা সংস্থা খুুললেন তাপসী পান্নু; প্রথম প্রযোজিত কাজ স্প্যানিশ ছবির হিন্দি রিমেক ‘ব্লার’