AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aaliyah Qureishi: ‘ঈশ্বরই বাঁচিয়ে দিয়েছেন আমাদের’, তাইল্যান্ডের গুলিকাণ্ডের পর বললেন আলিয়া

Shooting in Thailand: ঘটনাস্থলের ভয়াবহতার কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে আলিয়া লিখেছেন, "আমরা এস্কেলেটর দিয়ে দৌড়ে-দৌড়ে উপরে উঠছিলাম। তারপরে সেই ঘটনা ঘটে। একজন 'শুটার' বলে চিৎকার করে ডেকে ওঠে। নীচে নামার সময় তিন- তিনটে গুলির আওয়াজ পাই। খুব ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল।"

Aaliyah Qureishi: 'ঈশ্বরই বাঁচিয়ে দিয়েছেন আমাদের', তাইল্যান্ডের গুলিকাণ্ডের পর বললেন আলিয়া
আলিয়া কুরেশি।
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 3:38 PM
Share

তিনি অভিনয় করেছিলেন শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে। তাঁর নাম আলিয়া কুরেশি। ‘জওয়ান’ ছবিতে জাহ্নবী নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি আলিয়া তাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন বন্ধু-বান্ধবীদের সঙ্গে। সেখানেই এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন আলিয়া। ঘটনার ছবিও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ব্যক্ত করেছেন ঘটনার ভয়াবহতার কথা।

৩ অক্টোবরের ঘটনা। সকালবেলা হালকা মেজাজ বেড়াতে গিয়েছিলেন আলিয়া এবং তাঁর বন্ধুরা। অভিনেত্রী বলেন, “আমরা বেশ ফুরফুরে মেজাজেই দিনটা শুরু করেছিলাম। তারপর একটি মলে ঢুকি। যত সমস্যা শুরু হয় তখন থেকেই। আমরা যে মলে ডুকেছিলাম, তাতে হঠাৎই গুলি বর্ষণ শুরু হয়। কিছুই বুঝে উঠতে পারেনি প্রথমে। হন্তদন্ত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে শুরু করে দিই আমরা। কোনও মতে মলের বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। সকলে চুপচুপে ভিজে যাই। সেই বৃষ্টিতেই আমরা পালাতে থাকি। খুঁজতে থাকি টুকটুক। অনেক খোঁজার পর টুকটুক এসে দাঁড়ায়। তাতে করেই নিজস্ব গন্তব্যে পৌঁছাই আমরা।”

ঘটনাস্থলের ভয়াবহতার কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে আলিয়া লিখেছেন, “আমরা এস্কেলেটর দিয়ে দৌড়ে-দৌড়ে উপরে উঠছিলাম। তারপরে সেই ঘটনা ঘটে। একজন ‘শুটার’ বলে চিৎকার করে ডেকে ওঠে। নীচে নামার সময় তিন- তিনটে গুলির আওয়াজ পাই। খুব ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল।”

আলিয়া এও বলেছেন, খুব অল্পক্ষণের জন্য প্রাণে বেঁচেছেন তাঁরা। কারেন্সি এক্সচেঞ্জ করতে গিয়ে দেরি হয় তাঁদের। এই দেরি হওয়াতেই গুলিবর্ষণের ঘটনাটি ঘটার হাত থেকে রেহাই পেয়েছেন তাঁরা। ৫ মিনিট আগে পৌঁছালে হয়তো তাঁদের গায়ে গুলি এসে পড়ত। বিষয়টিকে ‘দৈবিক’ বলে ব্যাখ্যা করেছেন আলিয়া। তাঁর বিশ্বাস, ঈশ্বরই তাঁদের রক্ষা করেছেন এই ভয়াবহতা থেকে।