”আমি কে? কে নই, জানা নেই। মা’কে দেওয়া শপথ না কী অসম্পূর্ণ এক লক্ষ্য…” ব্যাকগ্রাউন্ডে এমনই টানটান সংলাপ আর সঙ্গে সেই পরিচিত কণ্ঠস্বর, কিং খান। দক্ষিণী ছবির ধারা অনুসরণ করে পর্দায় তাঁর প্রবেশ। অপেক্ষার অবসান। মুক্তি পেল ‘জওয়ান’ ছবি প্রিভিউ টিজ়ার। ছয় মাস ধরেই এই ছবি নিয়ে পারদ ছিল তুঙ্গে। শাহরুখ খানের হাত ধরেই বক্স অফিসে লক্ষ্মী লাভ হাজার কোটি টাকা। তারপর থেকেই একে একে তুরুপের তাস (সলমন খান, অক্ষয় কুমার প্রমুখেরা) সামনে এলেও কিং খানের মাত্রায় পৌঁছতে পারেননি কেউ। যার ফলে সকলেই মুখিয়ে রয়েছেন তাঁর পরবর্তী ছবি ‘জওয়ান’-এর অপেক্ষায়। রবিবার মিলেছিল সুখবর। সোমবার ঠিক সকাল সাড়ে দশটায় মুক্তি পাবে ছবির প্রিভিউ।
ঘড়ি ধরে ভক্তদের উপহার তুলে দিলেন শাহরুখ খান। টান টান উত্তেজনা, অ্যাকশন ভরপুর এই টিজারে এক চিলতে দেখা মিলল শাহরুখ খানের। না, শাহরুখ খানের উপস্থিতি ছিল আদ্যোপান্ত। তবে ২ মিনিট ১২ সেকেন্ডের এই প্রিভিউতে তাঁর সম্পূর্ণ লুক চোখে পড়তেই চমক। মাথায় নেই চুল, ন্যাড়া মাথা ঢাকতেই ব্যন্ডেজের ব্যবহার? উত্তর যদিও ছবি মুক্তি পাওয়া পর্যন্ত অধরা।
কী রইল প্রিভিউতে…
প্রিভিউর আদ্যপান্ত কেবল শাহরুখের শিহরণ জাগানো সংলাপ। তবে মাত্র ২ মিনিটের ভিডিয়োতে যে এক টানটান উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম পরিচালক অ্যাটলি, তা প্রমাণিত। ছবির প্রিভিউ এক ধাক্কায় বাড়িয়ে দিল ‘জওয়ান’-এর প্রতি দর্শকদের খিদে। প্রথম থেকেই উত্তেজনায় ভরপুর এক ক্লিপিং, যার পরতে-পরতে জড়িয়ে রয়েছে রহস্য, জড়িয়ে রয়েছে এক না বলা কাহিনির ইঙ্গিত। না, অ্যাকশন প্যাক এই ছবি কেবলই হিরো নির্ভর নয়, শাহরুখ খানের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে গিয়েছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন। ভক্তদের কাছে যা এক কথায় সারপ্রাইজ়।
চমক এখানেই শেষ নয়। শাহরুখ খান ছবিতে হিরো না ভিলেন, সে উত্তরও অধরা। নিজেই সংলাপে স্পষ্ট বললেন, ‘আমি ভিলেন হলে, আমার সামনে কোনও হিরো টিকতে পারে না’। যদিও প্রিভিউয়ের শুরুতে তা ‘কেজিএফ’-এর কথা খানিক স্মরণ করিয়ে দেয়। সেই প্রসঙ্গে এই দাপট যেন হিরো থেকে ভিলেনকেই বেশি মানায়। সেই সংজ্ঞাই এবার কাজে লাগালেন পরিচালক অ্যাটলি। প্রিভিউতে অনবদ্য চিত্রনাট্যে যে বুনটের ইঙ্গিত মিলল, তাতে দর্শকদের অনুমাণ আরও এক ব্লকবাস্টার ছবি ছবি উপহার দিতে চলেছেন শাহরুখ খান।
”আমি কে? কে নই, জানা নেই। মা’কে দেওয়া শপথ না কী অসম্পূর্ণ এক লক্ষ্য…” ব্যাকগ্রাউন্ডে এমনই টানটান সংলাপ আর সঙ্গে সেই পরিচিত কণ্ঠস্বর, কিং খান। দক্ষিণী ছবির ধারা অনুসরণ করে পর্দায় তাঁর প্রবেশ। অপেক্ষার অবসান। মুক্তি পেল ‘জওয়ান’ ছবি প্রিভিউ টিজ়ার। ছয় মাস ধরেই এই ছবি নিয়ে পারদ ছিল তুঙ্গে। শাহরুখ খানের হাত ধরেই বক্স অফিসে লক্ষ্মী লাভ হাজার কোটি টাকা। তারপর থেকেই একে একে তুরুপের তাস (সলমন খান, অক্ষয় কুমার প্রমুখেরা) সামনে এলেও কিং খানের মাত্রায় পৌঁছতে পারেননি কেউ। যার ফলে সকলেই মুখিয়ে রয়েছেন তাঁর পরবর্তী ছবি ‘জওয়ান’-এর অপেক্ষায়। রবিবার মিলেছিল সুখবর। সোমবার ঠিক সকাল সাড়ে দশটায় মুক্তি পাবে ছবির প্রিভিউ।
ঘড়ি ধরে ভক্তদের উপহার তুলে দিলেন শাহরুখ খান। টান টান উত্তেজনা, অ্যাকশন ভরপুর এই টিজারে এক চিলতে দেখা মিলল শাহরুখ খানের। না, শাহরুখ খানের উপস্থিতি ছিল আদ্যোপান্ত। তবে ২ মিনিট ১২ সেকেন্ডের এই প্রিভিউতে তাঁর সম্পূর্ণ লুক চোখে পড়তেই চমক। মাথায় নেই চুল, ন্যাড়া মাথা ঢাকতেই ব্যন্ডেজের ব্যবহার? উত্তর যদিও ছবি মুক্তি পাওয়া পর্যন্ত অধরা।
কী রইল প্রিভিউতে…
প্রিভিউর আদ্যপান্ত কেবল শাহরুখের শিহরণ জাগানো সংলাপ। তবে মাত্র ২ মিনিটের ভিডিয়োতে যে এক টানটান উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম পরিচালক অ্যাটলি, তা প্রমাণিত। ছবির প্রিভিউ এক ধাক্কায় বাড়িয়ে দিল ‘জওয়ান’-এর প্রতি দর্শকদের খিদে। প্রথম থেকেই উত্তেজনায় ভরপুর এক ক্লিপিং, যার পরতে-পরতে জড়িয়ে রয়েছে রহস্য, জড়িয়ে রয়েছে এক না বলা কাহিনির ইঙ্গিত। না, অ্যাকশন প্যাক এই ছবি কেবলই হিরো নির্ভর নয়, শাহরুখ খানের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে গিয়েছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন। ভক্তদের কাছে যা এক কথায় সারপ্রাইজ়।
চমক এখানেই শেষ নয়। শাহরুখ খান ছবিতে হিরো না ভিলেন, সে উত্তরও অধরা। নিজেই সংলাপে স্পষ্ট বললেন, ‘আমি ভিলেন হলে, আমার সামনে কোনও হিরো টিকতে পারে না’। যদিও প্রিভিউয়ের শুরুতে তা ‘কেজিএফ’-এর কথা খানিক স্মরণ করিয়ে দেয়। সেই প্রসঙ্গে এই দাপট যেন হিরো থেকে ভিলেনকেই বেশি মানায়। সেই সংজ্ঞাই এবার কাজে লাগালেন পরিচালক অ্যাটলি। প্রিভিউতে অনবদ্য চিত্রনাট্যে যে বুনটের ইঙ্গিত মিলল, তাতে দর্শকদের অনুমাণ আরও এক ব্লকবাস্টার ছবি ছবি উপহার দিতে চলেছেন শাহরুখ খান।