AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজের মেয়ে এবং শাহরুখের ছেলেকে পাশাপাশি দেখে কী প্রতিক্রিয়া দিলেন জুহি?

আরিয়ানের বলিউড ডেবিউয়ের জন্য মুখিয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা। এক সময় শোনা গিয়েছিল, করণ জোহরের হাত ধরে আরিয়ানের ডেবিউ হবে। পরে অবশ্য শাহরুখ নিজেই জানিয়েছিলেন, আরিয়ান ভাল লেখে।

নিজের মেয়ে এবং শাহরুখের ছেলেকে পাশাপাশি দেখে কী প্রতিক্রিয়া দিলেন জুহি?
শাহরুখ খান এবং জুহি চাওলা।
| Edited By: | Updated on: Feb 20, 2021 | 12:19 PM
Share

পাশাপাশি বসে রয়েছেন আরিয়ান খান এবং জাহ্নবী চাওলা। ভেনু আইপিএল-এর অকশন টেবিল। এই দুই স্টার কিডের পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই। প্রথমজন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে এবং দ্বিতীয় জন জুহি চাওলার (Juhi Chawla) মেয়ে। এই দুই টিনএজারকে এমন মঞ্চে পাশাপাশি বসতে দেখে যারপরনাই খুশি জুহি।

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে প্রথম থেকেই রয়েছেন শাহরুখ এবং জুহি। তাঁদের সন্তানরাও যে এই দলের সঙ্গেই থাকবেন, এ তো স্বাভাবিক। পরবর্তী প্রজন্মও আইপিএলে আগ্রহ দেখাচ্ছে, এটা নিঃসন্দেহে জুহি এবং শাহরুখের কাছে আনন্দের খবর।

জুহির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, চা অথবা কফি জাতীয় পানীয়তে চুমুক দিচ্ছেন আরিয়ান। জাহ্নবী হাসিমুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। ছবির ক্যাপশনে জুহি লিখেছেন, ‘কেকেআর কিড আরিয়ান এবং জাহ্নবীকে অকশন টেবিলে দেখে খুব খুশি হয়েছি।’

আরও পড়ুন, ‘কামব্যাক’ করছেন, সুখবর দিলেন স্বয়ং অমিতাভ বচ্চন!

সোশ্যাল মিডিয়ায় এই দুই স্টার কিডকে দেখে উত্তেজিত অনুরাগীরাও। অনেকেই মন্তব্য করছেন, আরিয়ান এবং জাহ্নবী নাকি ক্রিকেট বোর্ডের সুপারহিট জুটি। যদিও আরিয়ানের বলিউড ডেবিউয়ের জন্য মুখিয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা। এক সময় শোনা গিয়েছিল, করণ জোহরের হাত ধরে আরিয়ানের ডেবিউ হবে। পরে অবশ্য শাহরুখ নিজেই জানিয়েছিলেন, আরিয়ান ভাল লেখে। ফলে ক্যামেরার সামনে নাকি নেপথ্যে কাজ করবে, সে সিদ্ধান্ত ওর। তবে পড়াশোনা শেষ করার আগে সন্তানদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করার ক্ষেত্রে বরাবরই আপত্তি জানিয়েছেন শাহরুখ।