টুইটারে নিজেই নিজের পিঠ চাপড়ালেন কঙ্গনা
তিনি বলেন, ‘যখন প্রশ্ন করা হয় কতগুলো অস্কার আমি পেয়েছি, তারা তো এও জিজ্ঞাসা করতে পারে যে মেরিল স্ট্রিপ কটি জাতীয় বা পদ্ম পুরস্কার পেয়েছে। উত্তর—একটিও নয়। সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসুন। সময় এসেছে যে নিজের আত্মসম্মান এবং নিজের মুল্য নিজে বুঝুন।’
কিছুদিন আগে নিজেকে মেরিল স্ট্রিপ, গ্যাল গ্যাডট, টম ক্র্যুজ, মার্লন ব্র্যান্ডো প্রমুখের সঙ্গে তুলনা করে ছিলেন। আর আজ নিজের কৃতিত্ব তালিকাভুক্ত করলেন। টুইটে কঙ্গনা লিখলেন, ‘পনেরো বছরে বাড়ি ছেড়ে দিই, বাবা আমার স্ট্রাগলে কোনও রকম সাহায্য করেননি। ১৬ বছরে বয়সে আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার পাল্লায় পড়ি। ২১ বছর বয়সে আমার জীবনের সব ভিলেনদের হারিয়ে, একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী হই। মুম্বইয়ের অভিজাত লোকেশন বান্দ্রায় নিজের প্রথম বাড়ি বানাই।’
Massive transformation alert, The kind of range I display as a performer no other actress on this globe has that right now, I have raw talent like Meryl Streep for layered character depictions but I can also do skilled action and glamour like Gal Gadot #Thalaivi #Dhaakad pic.twitter.com/fnW3D20o6K
— Kangana Ranaut (@KanganaTeam) February 9, 2021
কেন হঠাৎঙ ট্যুইট কঙ্গনার?
নেটিজেনদের অনুমান এটি তাঁর করা আগের টুইটের দ্বিতীয় অংশ, মুম্বইয়ে তার সম্পত্তি সম্পর্কিত আইনী সমস্যার মুখোমুখি হওয়ার জন্যই এই টুইটটি করেন কঙ্গনা। আবার অনেকে মনে করছেন, এটি পরিবেশ কর্মী দিশা রবিকে নিয়ে করা টুইট। কৃষকদের প্রতিবাদে অভিযুক্ত এবং গ্রেফতার করা হয় দিশাকে।
Left home at the age of 15 my father refused to help me in my struggle,was on my own,was captured by underworld mafia at 16, At 21 I had squashed all villains in my life,was a successful actress a national award winner owner of my first house in Mumbai city posh location Bandra.
— Kangana Ranaut (@KanganaTeam) February 15, 2021
কঙ্গনা সম্প্রতি ফিল্মি জগতের আইকনদের সঙ্গে নিজেকে তুলনা করার পর, এক বিরাট বিতর্ক শুরু হয়। তিনি বলছিলেন মেরিল স্ট্রিপ কখনও ‘কুইন’-এর মতো ফিল্মে অভিনয় করতে পারতেন না।
তিনি বলেন, ‘যখন প্রশ্ন করা হয় কতগুলো অস্কার আমি পেয়েছি, তারা তো এও জিজ্ঞাসা করতে পারে যে মেরিল স্ট্রিপ কটি জাতীয় বা পদ্ম পুরস্কার পেয়েছে। উত্তর—একটিও নয়। সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসুন। সময় এসেছে যে নিজের আত্মসম্মান এবং নিজের মুল্য নিজে বুঝুন।’