Kangana-Madhavan: সাইকোলজিক্যাল থ্রিলারে নয়, ভক্তরা কঙ্গনা-মাধবনকে দেখতে চান এই ছবিতে
Kangana-Madhavan New Film: কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দক্ষিণ ভারতীয় ছবির একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। জয়ললিতার বায়োপিকে অভিনয় করছেন তিনি। সেই ছবির নাম 'থালাইভি'। সেই ছবির পরিচালক বিজয় কঙ্গনার এই নতুন ছবির পরিচালকও। তাঁকে ট্যাগ করেই পোস্টটি করেছেন কঙ্গনা। জানিয়েছেন, ছবিটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। ছবির প্রথম দিন তাঁদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন দক্ষিণ ভারতের 'থালাইভা' রজনীকান্ত।

বড় পর্দায় দারুণ হাসির একটি জুটি ছিলেন কঙ্গনা রানাওয়াত এবং আর মাধবন। ‘তনু ওয়েডস মনু’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। স্বামী-স্ত্রীর চরিত্র দেখা গিয়েছিল তাঁদের। তারপর আর একসঙ্গে দেখা যায়নি কোনও ছবিতে। দীর্ঘ ৮ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন কঙ্গনা এবং মাধবন। সেই ঘোষণা কঙ্গনা করেছেন ‘এক্স’-এ (সাবেক টুইটার) এসে। প্রথম দিনের শুটিংয়ের ছবি পোস্ট করেছেন তিনি।
কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দক্ষিণ ভারতীয় ছবির একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। জয়ললিতার বায়োপিকে অভিনয় করছেন তিনি। সেই ছবির নাম ‘থালাইভি’। সেই ছবির পরিচালক বিজয় কঙ্গনার এই নতুন ছবির পরিচালকও। তাঁকে ট্যাগ করেই পোস্টটি করেছেন কঙ্গনা। জানিয়েছেন, ছবিটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। ছবির প্রথম দিন তাঁদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন দক্ষিণ ভারতের ‘থালাইভা’ রজনীকান্ত।
পোস্টটি করার পর নেটিজ়েনরা নানা মন্তব্য করেছেন কমেন্ট বক্সে এসে। অনেকে তাঁকে বলেছেন, এই ছবি নয়, ‘তনু ওয়েডস মনু’র তৃতীয় সংস্করণের ছবিতেই তাঁরা এই জুটিকে দেখতে চাইছেন।
