কঙ্গনা এ বার ইন্টিরিয়র ডেকরেটর! কার বাড়ি সাজাচ্ছেন তিনি?
কঙ্গনা মানেই বিতর্ক। কিন্তু এবার একেবারে নবরূপে নিজেকে মেলে ধরেছেন তিনি। কঙ্গনা এবার ইন্টিরিয়র ডেকরেটর। কিন্তু কার বাড়ি সাজাচ্ছেন তিনি?
কঙ্গনা রানাওয়াতের মুকুটে আরও একটা পালক জুড়ল। তিনি এ বার ইন্টিরিয়র ডেকরেটর। সদ্যই মানালি থেকে মুম্বই ফিরেছেন তিনি। এসেই নবরূপে নিজেকে মেলে ধরেছেন তিনি। কার বাড়ি সাজাচ্ছেন স্বঘোষিত মেরিল স্ট্রিপ?
কোনও সন্দেহ নেই কঙ্গনা মাল্টিটাস্কার। একই সঙ্গে অনেক কাজ করতে পারেন। বিতর্ক তৈরি করলেও দমবার পাত্রী নন তিনি। তবে এ বার নিজের খুশি মত বাড়ি সাজাচ্ছেন তিনি। মানালি থেকে ফিরে গতকাল তিনি একটি স্ক্রিপ্ট রিডিঙে গিয়েছিলেন। সেখান থেকে সোজা চলে গিয়েছিলেন ভাইয়ের বাড়ি। কিন্তু ভাইয়ের বাড়ির ইন্টিরিয়র খুব একটা মনে ধরেনি মণিকর্ণিকার। নিজেই সাজাতে শুরু করে দেন। ঘর সাজাবার ছবি নিজের টুইটারে ফলাও করে দিয়েছেন নায়িকা।
After script sessions, edit discussions I ran to my brothers and bhabhi’s house which I am designing and will set it up till midnight now, woman with nine hands is not a myth that’s like every woman ever ❤️ pic.twitter.com/T7aMVvn1dA
— Kangana Ranaut (@KanganaTeam) February 25, 2021
মধ্যরাত অবধি ভাইয়ের বাড়ি সাজিয়েছেন তিনি। কীভাবে সাজালেন? ঘরে গাছ লাগিয়েছেন। বইগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রেখেছেন। স্বপ্নের মতো ভাইয়ের ঘর সাজিয়ে দিয়েছেন তিনি। ঘর সাজানোর পর কঙ্গনা টুইট করেছেন “দশভুজা শুধু কোনও পৌরাণিক দেবী নন, সমস্ত মহিলার মধ্যেই তিনি আছেন।”
আরও পড়ুন :রেস্তরাঁ থেকে বেরিয়ে ‘মবড’ হলেন দীপিকা, ব্যাগ নিয়ে চলল টানাটানি
কঙ্গনার হাতে এই মুহূর্তে পর পর ছবি। অ্যাকশন ছবি ‘ধকড়’-এর শুটিং করছেন তিনি। একজন এজেন্টের ভূমিকায় তাঁকে দেখা যাবে। ২৩ এপ্রিল রিলিজ করছে ‘থালাইভি’। জয়ললিতার জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। কঙ্গনা জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন। সিনেমার লিস্ট এখানেই শেষ নয়। ‘তেজশ’ এবং ‘মণিকর্ণিকা রির্টানস’-এও তাঁকে দেখা যাবে। রানি দিদ্দার জীবন কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ‘মণিকর্ণিকা রির্টানস’। সম্প্রতি কঙ্গনা আরও একটি ছবিতে সাইন করেছেন। এই ছবিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা।