kangana Ranaut: বিয়ে উপলক্ষে কঙ্গনার জন্য বিশেষ উপহার পাঠালেন ভিক্যাট, কী প্রতিক্রিয়া ‘কুইনের’?

বলিউডের বিভিন্ন অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে বারেবারেই স্বজনপোষণের অভিযোগ তুলেছেন কঙ্গনা। প্রকাশ্যে বিরোধিতাও করেছেন। করণ জোহর থেকে তিন খান-- তাঁদের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে বিরূপ মন্তব্য করেছেন কঙ্গনা।

kangana Ranaut: বিয়ে উপলক্ষে কঙ্গনার জন্য বিশেষ উপহার পাঠালেন ভিক্যাট, কী প্রতিক্রিয়া 'কুইনের'?
কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 11:45 PM

ভিক্যাটের বিয়েতে আসেননি কঙ্গনা রানাওয়াত। তিনি আমন্ত্রিত ছিলেন কিনা তাও জানা যায়নি। তবে ভিকি-ক্যাটরিনার বিয়ে উপলক্ষে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছে বিশেষ উপহার। প্রেরক বর-কনেই। সেই উপহার পেয়ে কী প্রতিক্রিয়া কঙ্গনার? জানালেন নিজের ইনস্টা স্টোরিতেই।

বলিউডের কুইনকে ভিক্যাট পাঠিয়েছেন দেশি ঘিয়ের লাড্ডু। লাড্ডু পেয়ে খুশিই কঙ্গনা। লাড্ডুর ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “মুখরোচক দেশি ঘিয়ে ভাজা লাড্ডু, নববিবাহিত দম্পতির কাছ থেকে। দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা।” বলিউডের বিভিন্ন অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে বারেবারেই স্বজনপোষণের অভিযোগ তুলেছেন কঙ্গনা। প্রকাশ্যে বিরোধিতাও করেছেন। করণ জোহর থেকে তিন খান– তাঁদের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে বিরূপ মন্তব্য করেছেন কঙ্গনা। সেই কঙ্গনার সঙ্গেই ভিক্যাটের এই লাড্ডু আদান প্রদান কি আগামী কাজের ইঙ্গিত নাকি নেহাতই সৌজন্য মূলক সম্পর্ক? প্রশ্ন উঠছেই।

গত ৯ জানুয়ারি জয়পুরের সিক্স সেন্স প্রাসাদে বিয়ে করেছেন ভিকি-ক্যাট। তাঁদের বিয়ে নিয়ে প্রথম থেকেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।

তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের।

আরও পড়ুন- Kim Kardashian: স্ত্রীর কাছে ফিরতে মরিয়া কানইয়ে, স্বামীকে দ্বিতীয় বার সুযোগ দেবেন কিম?

আরও পড়ুন- Nora Fatehi: এই জনপ্রিয় গায়কের সঙ্গে গোয়ায় একান্তে নোরা ফতেহি, বলিউডে নতুন প্রেম?