Shahrukh Khan: ইচ্ছা থাকলেও শাহরুখকে কাস্ট করতে পারেননি করণ; ‘রকি রানি’র সেই চরিত্র অধরাই থেকে গেল
Karan Johar: ১৬ অক্টোবর ২৫ বছর পূর্ণ করেছে কারণ জোহর পরিচালিত, শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্যায় অভিনীত 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিটি। মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল স্ক্রিনিংয়ের। সেখানে সদ্য দেওয়া হোয়াই-প্লাস সিকিউরিটি নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানেই করণ জোহর শাহরুখের উদ্দেশে এই কথা বলেছিলেন।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট এবং রণবীর সিং। উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জয়া বচ্চন, শাবানা আজ়মি, ধর্মেন্দ্র, বাংলার চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরী। সেই ছবিতে নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখ খানেরও। শাহরুখের জন্য নাকি একটি আদর্শ চরিত্রও তৈরি করেছিল করণ জোহরের টিম। কিন্তু সেই চরিত্রের অফার শেষমেশ যায়নি শাহরুখ খানের কাছে। কেন এমনটা হয়েছিল?
সম্প্রতি করণ জোহার নিজেই জানিয়েছেন, শাহরুখ খানকে নাকি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবির চরিত্রের জন্য ডাকার সাহসই ছিল না করণের কাছে। করণ বলেছেন, “‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে শাহরুখ ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবির জন্য একটিও টাকা নেননি তিনি। অথচ দুর্দান্ত রেসপন্স ছিল। ষোলোআনা ইচ্ছা থাকলেও আমার ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’র জন্য তাঁকে আমি ডাকতে পারিনি।’
১৬ অক্টোবর ২৫ বছর পূর্ণ করেছে কারণ জোহর পরিচালিত, শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্যায় অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি। মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল স্ক্রিনিংয়ের। সেখানে সদ্য দেওয়া হোয়াই-প্লাস সিকিউরিটি নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানেই করণ জোহর শাহরুখের উদ্দেশে এই কথা বলেছিলেন।