Kartik Aaryan: এ কী অবস্থা কার্তিকের? গাছের তলায় বসে চুল কাটছেন সুপারস্টার…

Kartik Aaryan Unseen Video: কার্তিকও তাই পাল্লা দিয়ে একের পর এক ছবির কাজ শেষ করছেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন 'চান্দু চ্যাম্পিয়ন' ছবি নিয়ে। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর হাজিরা নিত্য। মাঝেমধ্যেই বেশ মজার মজার পোস্ট করে থাকেন কার্তিক। এবারও তাঁর ব্যতিক্রম হল না।

Kartik Aaryan: এ কী অবস্থা কার্তিকের? গাছের তলায় বসে চুল কাটছেন সুপারস্টার...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 3:30 PM

সুপারস্টার বলে কথা। রূপচর্চা থেকে শরীরচর্চা, মোটা টাকা এই খাতে ব্যয় করে থাকেন তাঁরা। আর কার্তিক আরিয়ান? তিনি এবার এ কী কাণ্ড ঘটালেন? দেখে রীতিমতো অবাক নেটপাড়া। কার্তিক আরিয়ান এখন বলিউডে তুরুপের দাস। একটা সময় যে অভিনেতা কোণঠাঁসা হয়ে পড়েছিলেন, এখন তাঁকে নিয়ে ছবি করতে চাইছেন একাধিক প্রযোজক। বিশাল অঙ্কের বক্স অফিস কালেকশন তাঁর ঝুলিতে না থাকলেও মোটের উপর ১০০ থেকে ২০০ কোটির আয় ঘরে তুলে আনতে সক্ষম তিনি। অন্তত তাঁর শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি তেমনই ইঙ্গিত করছে। একশ্রেণির ধারণা, এই জনপ্রিয়তার জেরেই দূরত্ব কমেছে করণ জোহার এর সঙ্গে। তাই বলিউডে এখন জুনিয়রদের মধ্যে কার্তিকের চাহিদা বেশ তুঙ্গে।

আর কার্তিকও তাই পাল্লা দিয়ে একের পর এক ছবির কাজ শেষ করছেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবি নিয়ে। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর হাজিরা নিত্য। মাঝেমধ্যেই বেশ মজার মজার পোস্ট করে থাকেন কার্তিক। এবারও তাঁর ব্যতিক্রম হল না। কার্তিক আরিয়ানের মতো এক সুপারস্টারকে দেখা গেল গাছ তলায় বসে চুল কাটতে। ভিডিয়ো দেখে মুহূর্তে উঠল হাসির রোল। গায়ে কালো কাপড় জড়ানো, হেয়ার কাটে বেশ খুশি। পাশের বোর্ডে লেখা রয়েছে চুল কাটার দামও।

যা দেখে নেট দুনিয়ায় ভাইরাল একাধিক মন্তব্য, কেউ লিখলেন, মাত্র ৩ টাকায় চুল কাটছেন কার্তিক, এর থেকে ভাল বিনামূল্যে কেটে নিতেন। হেয়ারকাটটি করেছেন কার্তিক তার নাম চান্দু চ্যাম্পিয়ন হেয়ার কাট। ছবির শুটিং ফাঁকি তো লাইভ ভিডিয়ো। যা বর্তমানে ছবির প্রচারেও শামিল। কবীর খানের ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’। স্পোর্টস ড্রামার শুটিং শুরু হয়ে গিয়েছে চলতি বছরের মাঝে মাঝে থেকেই। ছবি প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিওয়ালা। সব ঠিক থাকলে ছবি মুক্তি পাবে ২০২৪ সালের জুন মাসে। কার্তিক আরিয়ান এখন পাহাড়ের কোলে এই ছবি শটে ব্যস্ত রয়েছেন। সেখান থেকেই তোলা এই ভিডিয়ো।