AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik-Kiara Relation: কিয়ারার জুতো হাতে কার্তিক, পুরোনো সম্পর্কের জল্পনা উষ্কে ভাইরাল ভিডিয়ো

Viral Video: কার্তিকের মনে কি এখনও জায়গা করে রয়েছেন কিয়ারা? সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেও অভিনয় সূত্রে আবারও কার্তিক আরিয়ানের সঙ্গে এক ফ্রেমে হাজির হন কিয়ারা আডবাণী।

Kartik-Kiara Relation: কিয়ারার জুতো হাতে কার্তিক, পুরোনো সম্পর্কের জল্পনা উষ্কে ভাইরাল ভিডিয়ো
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 2:00 PM
Share

কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী একসঙ্গে থাকুন, এমনটাই চেয়েছিলেন অনেক ভক্ত। একটা সময় এমনটাই হওয়ার কথাও ছিল। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কে থাকাকালীন কার্তিকের সঙ্গে ভুল ভুলাইয়া ২ ছবির কাজ শুরু করেছিলেন কিয়ারা। শোনা গিয়েছিল শুটিং সেটেই নাকি একে অপরকে মন দিয়েছিলেন। যে খবর পৌঁছে যায় সিদ্ধার্থ মালোত্রার কান পর্যন্ত ‌। সেখান থেকেই শুরু হয় বচসা, শুরু হয় বিবাদ। ভাঙ্গন ধরে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর মধ্যে। তবে খুব বেশি দিন এই সম্পর্ক টেকেনি দুই তারকার মধ্যে। শোনা যায়, কিছুদিনের মধ্যেই নিজেই ভুল বুঝতে পেরে সিদ্ধার্থ মালহোত্রার কাছে ফিরে গিয়েছিলেন কিয়ারা আডবাণী। স্বীকার করে নিয়েছিলেন তিনি ভুল করেছেন। এরপর থেকেই জল্পনা ওঠে তুঙ্গে।

কার্তিকের মনে কি এখনও জায়গা করে রয়েছেন কিয়ারা? সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেও অভিনয় সূত্রে আবারও কার্তিক আরিয়ানের সঙ্গে এক ফ্রেমে হাজির হন কিয়ারা আডবাণী। ছবির নাম সত্য প্রেম কি কথা। এই ছবি প্রমোশনই এখন ব্যস্ত দুই সেলেব। ঝড়ের গতিতে ভাইরাল তাঁদের প্রতিটা মুহূর্ত। ছবিতে এক বিয়ে দৃশ্য রাতারাতি ভাইরাল হয়ে যায় তাঁদের। বিয়ের মন্ডপে জুটিকে একসঙ্গে ঠিক কেমন দেখতে লাগে, তা দেখার জন্য মরিয়া হয়ে পড়েন অনেক ভক্তরাই। যদিও তারই মাঝে কিয়ারা আডবাণী বিয়ের পিঁড়িতে বসেন।

কার্তিক কিয়ারা রসায়ন এখনও চর্চার কেন্দ্রের জায়গা করে রয়েছে। এমনই অবস্থায় ছবির প্রচারে দেখা গেল মঞ্চে কিয়ারা আডবানীর খোলা জুতো হাতে করে পৌঁছে দিচ্ছেন কার্তিক। যা দেখা মাত্রই সকলে আবারও এই জুটিকে নিয়ে চর্চা শুরু করে দেয় নেট পাড়ায়। তবে এক শ্রেণী এও লক্ষ্য করেন, যে কিয়ারা এই সাহায্য নেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। কার্তিক আরিয়েনের হাতটুকু তিনি ধরেননি জুতো পড়ার সময়। যার ফলে কিয়ারা কার্তিক রসায়নে যতই জল্পনা তুঙ্গে থাকুক না কেন, কিয়ারা যে বিবাহিত, তা তিনি তাঁর ব্যবহারে স্পষ্ট বুঝিয়ে দিতে কোন খামতি রাখেন না। এখন দেখার এই যদি ছবি দর্শক মহলে কতটা ঝড় তোলে।