AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vikat Wedding: বিয়ে শেষ, মুম্বই ফেরার পথে প্রিয়জনরা, এটাই মধুচন্দ্রিমার সময়!

রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টের রাজকীয় দুর্গ। যে দুর্গে বাস করতেন রাজপুতরা। সেই বিশালাকৃতি দুর্গের আকাশে চাঁদের আলো যখন এসে পড়ে, মনে হয় নৈসর্গিক পরিবেশ তৈরি হয়েছে চারদিকে। সেই মনোরম পরিবেশেই মধুচন্দ্রিমা পালন করবেন ভিকি-ক্যাটরিনা।

Vikat Wedding: বিয়ে শেষ, মুম্বই ফেরার পথে প্রিয়জনরা, এটাই মধুচন্দ্রিমার সময়!
গায়ে-হলুদে মাখামাখি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 12:58 PM
Share

শোনা গিয়েছিল, বিয়ের পর মালদ্বীপে যাবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। কিন্তু সেটি আর হল না। সুতরাং, বিয়ের আসরেই মধুচন্দ্রিমা পালন করছেন নব-দম্পতি। স্বামী-স্ত্রী হিসেবে প্রথম একসঙ্গে বসবাস। মধুচন্দ্রিমা কাটিয়ে ফের নিজনিজ কাজে ফিরবেন দুটিতে।

রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টের রাজকীয় দুর্গ। যে দুর্গে বাস করতেন রাজপুতরা। সেই বিশালাকৃতি দুর্গের আকাশে চাঁদের আলো যখন এসে পড়ে, মনে হয় নৈসর্গিক পরিবেশ তৈরি হয়েছে চারদিকে। সেই মনোরম পরিবেশেই মধুচন্দ্রিমা পালন করবেন ভিকি-ক্যাটরিনা।

তাই তাঁদের নিরিবিলিতে ছেড়ে ধীরেধীরে নিজ নিজ শহরে ফিরে যাচ্ছেন আত্মীয়-পরিজনেরাও। মেয়ে-জামাইয়ের একান্ত গোপন সময়কে বিঘ্নিত না করে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন ক্যাটরিনার মা-ও। সেই সঙ্গে মুম্বইয়ে ফিরছেন ক্যাটরিনার বোনরাও।

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেমটা যে ঠিক কবে শুরু হয়েছিল, এ প্রশ্ন বার বারই ঘুরে ফিরে আসছে। এক অ্যাওয়ার্ড শো’তে ভিকি ক্যাটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ঠিকই, কিন্তু তা মজার ছলে। এক নয়, দুই নয়, প্রায় চার বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। অথচ প্রথম বেশ কিছু বছর কাকপক্ষীও টের পায়নি তাঁদের প্রেমের কথা। ভিক্যাটের প্রেমে ম্যাচমেকিংয়ের কাজ কি করণ জোহর করেছিলেন?

নেটিজেনদের একটা বড় অংশের মনে হচ্ছে তেমনটাই। যুক্তি হিসেবে দুটি কারণও খুঁজে পেয়েছেন তাঁরা। প্রথমত, করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণে এসে ক্যাটরিনা নিজেই জানিয়েছিলেন ভিকির সঙ্গে কাজ করতে তিনি ইচ্ছুক। তিনি এও বলেছিলেন, তাঁর ধারণা তাঁদের একসঙ্গে অনস্ক্রিন ভাল লাগবে। কাছের বন্ধু ক্যাটরিনার মনের ইচ্ছে অনস্ক্রিন পূরণ না করলেও বলিপাড়ার অন্দর বলছে ক্যাটের বলা সেই কথা মোটেও হাল্কা ভাবে নেননি করণ। বরং বন্ধুর জন্য কিউপিড বা মদনদেবের ভূমিকা নিয়েছিলেন তিনিই।

আর সেই কারণেই, নিজের বাড়িতে আয়োজিত পার্টিতে ক্যাটের পাশাপাশি ভিকিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন করণ। গত বছর সুশান্ত কাণ্ডের সময় করণের বাড়িতে হওয়া পার্টির এক ভিডিয়ো ভাইরালের কথা মনে আছে নিশ্চয়ই? সেখানেও কিন্তু বাকি তারকাদের সঙ্গে হাজির ছিলেন ক্যাট ও ভিকি।

আরও পড়ুন: Mithila-Tahsan-Shabnam: গ্রেফতার হতে পারেন সৃজিত-পত্নী বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা