Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেয়ের প্রথম ছবি প্রকাশ করলেন লিসা, কবে ফের শুটিংয়ে ফিরবেন?

Lisa Haydon: কন্যা সন্তান আগমনের খবর নিজে থেকে ভার্চুয়ালি জানাননি লিসা। বরং এক অনুরাগীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে তথ্য শেয়ার করেন তিনি।

মেয়ের প্রথম ছবি প্রকাশ করলেন লিসা, কবে ফের শুটিংয়ে ফিরবেন?
মেয়ের সঙ্গে লিসা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 7:50 PM

সদ্য তৃতীয়বারের জন্য মা হয়েছেন মডেল অভিনেত্রী লিসা হেডেন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। অবশেষে শিশু কন্যার প্রথম ছবি প্রকাশ্যে এল। শেয়ার করলেন লিসার স্বামী ডিনো লালওয়ানি।

লিসার মেয়ের বয়স মাস দেড়েক। মেয়ের নাম রেখেছেন লারা। ডিনো লিসার সঙ্গে লারার ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, আমার মেয়েরা। লিসা এবং লারা। লিসাও মেয়ের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সন্তানের প্রতি ভালবাসার কথা প্রকাশ করেছেন। মেয়ে বড় হয়ে এই ছবি দেখবে, মায়ের লেখা পড়বে বলে আশা তাঁর। লিসার সন্তানের ছবি প্রকাশ্যে আসার পরই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সকলে শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

View this post on Instagram

A post shared by Dino Lalvani (@dino.lalvani)

তবে কন্যা সন্তান আগমনের খবর নিজে থেকে ভার্চুয়ালি জানাননি লিসা। বরং এক অনুরাগীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে তথ্য শেয়ার করেন তিনি। লিসা নিজের একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানেই এক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন, “বলতে পারেন আপনার ছোট ছোট তিন সন্তান এখন কোথায়?” লিসা উত্তর দেন, “আমার হাতে…ইন মাই আর্মস।” এর পরেই পর্দা ফাঁস। প্রকাশ্যে চলে আসে তাঁর তৃতীয়বার মা হওয়ার খবর। এর আগে এ বছরের ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে সুখবর দিয়েছিলেন লিসা। প্রথম কয়েক মুহূর্ত বেশ রহস্য রেখেছিলেন। তারপর লিসার সঙ্গে ভিডিয়োতে যোগ দেয় তাঁর বড় ছেলে জ্যাক। জ্যাকই জানিয়েছিল আসল কথা। ভিডিয়োর শুরুতে লিসাকে বলতে শোনা যায়, “অনেকদিন পর আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। কী কী চলছে তাই নিয়েই কথা হবে। এতদিন এসব প্রকাশ্যে আনিনি, তার কারণ আলস্য লাগছিল। সত্যিই আর কোনও অজুহাত নেই।” সেখানেই সন্তানের জেন্ডার রিভিলও করেন তিনি, জানান এ বার কন্যা সন্তানের মা হতে চলেছেন তিনি।

২০১৬ সালে দিনো লালওয়ানির সঙ্গে বিয়ে করেন লিসা হেডেন। এর এক বছর পর ২০১৭ সালে জন্ম হয় লিসা-দিনোর বড় ছেলে জ্যাকের। গতবছর অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় সন্তান লিও-র জন্ম দিয়েছেন লিসা। এবার সংসারে এল তৃতীয় জন।

আপাতত তিন সন্তান লিসার প্রায়োরিটি। এখনই কাজে ফেরার কথা ভাবছেন না তিনি। বিশেষত করোনা পরিস্থিতিতে সন্তানদের রেখে বাড়ির বাইরে বেরতে চান না। পরিস্থিতি স্বাভাবিক হলে মেয়ে লারা কিছুটা বড় হলে ফের কাজে ফিরতে পারেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, মামা-ভাগ্নের প্রথম আলাপ, ইউভানকে কী বললেন জিৎ?