মামা-ভাগ্নের প্রথম আলাপ, ইউভানকে কী বললেন জিৎ?

Jeet Gannguli Yuvan: কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী। শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হওয়া, নিজেও অসুস্থ ছিলেন কিছুদিন। ইউভানকে বড় করে তোলার গুরু দায়িত্ব পালন করছেন।

মামা-ভাগ্নের প্রথম আলাপ, ইউভানকে কী বললেন জিৎ?
জিতের কোলে ইউভান। ছবি: টুইটার থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 7:23 PM

সঙ্গীত শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যে ভাই-বোনের সম্পর্ক। শ্রদ্ধা, সম্মান, ভালবাসায় পরিপূর্ণ তাঁদের সম্পর্ক। সেই অর্থে শুভশ্রী এবং রাজ চক্রবর্তীর একমাত্র সন্তান ইউভান জিতের ভাগ্নে। আর জিৎ হলেন মামা। প্রথমবার ভাগ্নেকে দেখে, কোলে নিয়ে উচ্ছ্বসিত জিৎ ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

ইউভানকে কোলে নিয়ে নিজের একটি ছবি টুইট করে জিৎ লিখেছেন, ‘তোর সঙ্গে প্রথম দেখা, ভাগ্নে! আমার যত ভালোবাসা, সবটুকুর ই ভাগ নে!’

কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী। শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হওয়া, নিজেও অসুস্থ ছিলেন কিছুদিন। ইউভানকে বড় করে তোলার গুরু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজেও ফিরেছেন। মা হওয়ার পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক। শুভশ্রীও তার ব্যতিক্রম নন। কিন্তু ক্যামেরার সামনে আসতেই তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়। সরাসরি কিছু না বললেও পরোক্ষে তার জবাব দিয়েছেন নায়িকা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন, উত্তর সেশনে শুভশ্রীর ওজন বাড়া নিয়ে বিরূপ মন্তব্য করেন এক দর্শক। শুভশ্রীর কস্টিউম ডিজাইনারকে ওই দর্শক পরামর্শ দেন, নায়িকার জন্য এমন পোশাক তৈরি করতে হবে, যাতে তাঁর অতিরিক্ত ওজন বোঝা না যায়। তখন শুভশ্রীর সমর্থনে এগিয়ে আসেন তাঁর কস্টিউম ডিজাইনার। পোস্ট প্রেগন্যান্সি শারীরিক পরিবর্তন নিয়ে শুভশ্রীর সমর্থনে কথা বলেন তিনি। আর সেই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন শুভশ্রী। তবে নিয়মিত শরীরচর্চা, পরিমিত ডায়েটের চেনা রুটিন ধীরে ধীরে ফিরেছেন শুভশ্রী। অতিরিক্ত মেদ ঝরিয়ে ঝরঝরে হতে চান। সে একান্তই পেশাদারি প্রয়োজনে। বডি শেমিংয়ের শিকার হয়ে নয়। বরং এই শরীরচর্চা তাঁর পছন্দের বিষয়। সে কারণেই নিজেকে ভাল রাখতে এই পথ বেছে নিয়েছেন তিনি।

আর ঠিক এক মাস পরেই এক বছর বয়স হবে ইউভানের। ২০২০-র সেপ্টেম্বরে জন্ম তার। এর মধ্যেও সোশ্যাল ওয়ালে দারুণ জনপ্রিয় এই স্টার কিড। ছেলের প্রথম জন্মদিনে রাজ-শুভস্রী কোনও সেলিব্রেশনের ব্যবস্থা করেন কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন, শ্রাবন্তীর ছেলে অভিমন্যু এবং পার্নো মিত্র ‘ক্লাসমেট’?