Katrina Kaif: ভিকির ছবির প্রিমিয়ারে হাজির বাবা-মা, দেখুন বৌমা ক্যাটরিনার ব্যবহার

Katrina Kaif: একজন রণবীরের প্রাক্তন, অন্যজন রণবীরের বর্তমান। কথা হচ্ছে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের। আজ অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়ার স্বামী রণবীর কাপুরের ছবি 'অ্যানিম্যাল'। অন্যদিকে আজই মুক্তি পেয়েছে ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলের ছবি শাম বাহাদুর।

Katrina Kaif: ভিকির ছবির প্রিমিয়ারে হাজির বাবা-মা, দেখুন বৌমা ক্যাটরিনার ব্যবহার
দেখুন বৌমা ক্যাটরিনার ব্যবহার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 5:08 PM

 

একজন রণবীরের প্রাক্তন, অন্যজন রণবীরের বর্তমান। কথা হচ্ছে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের। আজ অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়ার স্বামী রণবীর কাপুরের ছবি ‘অ্যানিম্যাল’। অন্যদিকে আজই মুক্তি পেয়েছে ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলের ছবি শাম বাহাদুর। শাম বাহাদুরের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ভিকি কৌশলের বাবা-মা। তাঁদের দেখতে পেয়েই কেমন ব্যবহার করলেন বৌমা ক্যাটরিনা কাইফ? না, একসঙ্গে থাকেন না তাঁরা। কিন্তু সম্পর্কের সমীকরণে হয়নি কোনও পরিবর্তন। শাশুড়িকে দেখামাত্রই জড়িয়ে ধরেন ক্যাটরিনা। শুধু কি তাই, হাত ধরে বসিয়ে দেন সিটে। পাল্টা ভালবাসা ফিরিয়ে দেন ক্যাটরিনাকেও। জড়িয়ে ধরে চুমু খেতেও দেখা যায় তাঁকে।

ভিকির বাবা-মা চিরকালই মাটির মানুষ। ভিকি-ক্যাটরিনার বিয়ের আগে ভিকির বাবাকে নিজে এটিএম থেকে টাকা বের করতে দেখা গিয়েছে তাঁকে। ভিকির বাবা শ্যাম কৌশল বলিউডে স্টান্ট মাস্টার। আর মা গৃহবধূ। বিদেশিনী ক্যাটরিনার সঙ্গে খাপ খাইয়ে নিতে কিন্তু মোটেও অসুবিধে হয়নি তাঁদের। আর ক্যাটরিনাও প্রথম থেকেই আপন করে নিয়েছেন তাঁদের। ভিকির মা তাঁকে ভালবেসে ডাকেন কিট্টু বলে। সেই কিট্টুর আদর পেয়েই আহ্লাদে আটখানা তাঁরা।

দেখুন সেই ভিডিয়ো…