তাঁর ফিল্মি কেরিয়ারে ‘দেবদাস’-এর চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় নিয়ে প্রশংসা আজও দর্শকের ঠোঁটে। নাচের স্টেপ থেকে সংলাপ—সবতেই যেন মাধুরীর মাধুর্য্য। সঞ্জয় লীলা বনসালি এবং মাধুরী দীক্ষিতের এই কেমিস্ট্রি থেকে চোখ ফেরাতে পারেননি দর্শক থেকে সমালোচক। অপেক্ষা বেড়ে চলেছে। প্রশ্ন উঠেছে আর কি মিলবে বনসালীর ছবিতে মাধুরী ‘ম্যাজিক’?
অপেক্ষার অবসান। আবার মাধুরী ফিরতে চলেছেন বনসালীর ‘অ্যাকশন-কাট’-এ। প্রায় তেরো বছর পর সঞ্জয় লীলা বনসালীর অন্যতম ড্রিম প্রোজেক্ট ‘হীরা মাণ্ডি’র কাজ শুরু হতে চলেছে। সূত্রের খবর নেটফ্লিক্স ওটিটির সঙ্গে হাত মিলিয়ে ফিল্মের কাজে নামতে চলেছে সঞ্জয়। যা জানা যাচ্ছে, পিরিয়ড ড্রামা ফিল্মের ওটিটি রিলিজ হবে। ফিল্মের কাস্টিং প্রায় শেষের দিকে।
আরও পড়ুন নির্বাচনে হেরেও আসানসোলের পাশে সায়নী, শিশুদের জন্য কী করলেন?
এটিকে বেশ বড় মাপে ভাবা হচ্ছে। বিগ বাজেটের এই ফিল্মে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করতে চলেছেন সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি। এও শোনা যাচ্ছে বনসালীর ‘হীরা মাণ্ডি’র একটি মুজরা গানে নাচতে দেখা যাবে ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতকে। এটি ফিল্মের অন্যতম বড় হাইলাইট হতে চলেছে।
আর আপনারা তো জানেন, বনসালীর বেশিরভাগ ছবিতে আকর্ষণীয় ক্যামিও চরিত্র ছিল। ‘রাম লীলা’-তে ‘রাম চাহে লীলা’ প্রিয়াঙ্কা চোপড়ার নাচ মনে আছে?
সূত্রের আরও খবর, ‘গানটির প্রতি মাধুরীও তাঁর আগ্রহ দেখিয়েছেন। বনসালী মনে করেন যে মাধুরীর নৃত্যের ছন্দে যে গ্রেস এবং গৌরব রয়েছে তা আর কারওর নাচে তা নেই। তাঁদের মধ্যে কথাবার্তা চলছে। আট-দশ দিনের শুটিং শিডিউল। মাধুরীকে বেশ বড় পরিমাণের অর্থও দেওয়া হয়েছে, এবং তিনি রাজিও হয়ে গিয়েছেন।’
তাঁর ফিল্মি কেরিয়ারে ‘দেবদাস’-এর চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় নিয়ে প্রশংসা আজও দর্শকের ঠোঁটে। নাচের স্টেপ থেকে সংলাপ—সবতেই যেন মাধুরীর মাধুর্য্য। সঞ্জয় লীলা বনসালি এবং মাধুরী দীক্ষিতের এই কেমিস্ট্রি থেকে চোখ ফেরাতে পারেননি দর্শক থেকে সমালোচক। অপেক্ষা বেড়ে চলেছে। প্রশ্ন উঠেছে আর কি মিলবে বনসালীর ছবিতে মাধুরী ‘ম্যাজিক’?
অপেক্ষার অবসান। আবার মাধুরী ফিরতে চলেছেন বনসালীর ‘অ্যাকশন-কাট’-এ। প্রায় তেরো বছর পর সঞ্জয় লীলা বনসালীর অন্যতম ড্রিম প্রোজেক্ট ‘হীরা মাণ্ডি’র কাজ শুরু হতে চলেছে। সূত্রের খবর নেটফ্লিক্স ওটিটির সঙ্গে হাত মিলিয়ে ফিল্মের কাজে নামতে চলেছে সঞ্জয়। যা জানা যাচ্ছে, পিরিয়ড ড্রামা ফিল্মের ওটিটি রিলিজ হবে। ফিল্মের কাস্টিং প্রায় শেষের দিকে।
আরও পড়ুন নির্বাচনে হেরেও আসানসোলের পাশে সায়নী, শিশুদের জন্য কী করলেন?
এটিকে বেশ বড় মাপে ভাবা হচ্ছে। বিগ বাজেটের এই ফিল্মে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করতে চলেছেন সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি। এও শোনা যাচ্ছে বনসালীর ‘হীরা মাণ্ডি’র একটি মুজরা গানে নাচতে দেখা যাবে ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতকে। এটি ফিল্মের অন্যতম বড় হাইলাইট হতে চলেছে।
আর আপনারা তো জানেন, বনসালীর বেশিরভাগ ছবিতে আকর্ষণীয় ক্যামিও চরিত্র ছিল। ‘রাম লীলা’-তে ‘রাম চাহে লীলা’ প্রিয়াঙ্কা চোপড়ার নাচ মনে আছে?
সূত্রের আরও খবর, ‘গানটির প্রতি মাধুরীও তাঁর আগ্রহ দেখিয়েছেন। বনসালী মনে করেন যে মাধুরীর নৃত্যের ছন্দে যে গ্রেস এবং গৌরব রয়েছে তা আর কারওর নাচে তা নেই। তাঁদের মধ্যে কথাবার্তা চলছে। আট-দশ দিনের শুটিং শিডিউল। মাধুরীকে বেশ বড় পরিমাণের অর্থও দেওয়া হয়েছে, এবং তিনি রাজিও হয়ে গিয়েছেন।’