স্নেহা সেনগুপ্ত
অভিনেত্রী চৈতি ঘোষালের পুত্র অমর্ত্য রায়। সিনেদুনিয়ায় অনবদ্য কাজ করে ইতিমধ্যেই সকলের নজরে জায়গা করে নিয়েছেন। তিনি এবার ‘ময়দান’ খ্যাত চুনী গোস্বামী। খবর সামনে এসেছে বহুদিন। ২০১৮ থেকে শুরু তাঁর এই ছবির সঙ্গে সফর। অবশেষ মুক্তির পথে ‘ময়দান’। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ এবার বলিউডের পর্দায়। অজয় দেবগণের পরবর্তী ছবি ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী এই ছবির অন্যতম চরিত্র। যে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অমর্ত্য রায়কে। TV9 বাংলার তরফে অভিনেতার সঙ্গে কথা বললেন স্নেহা সেনগুপ্ত।
১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিকে প্রথম বার খেলার সুযোগ পায় ভারতীয় ফুটবল দল। এই দশ বছরের মধ্যে ভারতীয় ফুটবলে এসেছে ব্যাপক সাফল্য। এশিয়ার সেরা দলও হয়েছিল ভারত। তবে সময় যত এগিয়েছে, ততই ফিকে হয়েছে ভারতীয় ফুটবল। আন্তর্জাতিক পর্যায়ে ভারত আর সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। জাতীয় দলের সেই স্বর্ণযুগের ইতিহাস এ বার দেখা যাবে পর্দায়। আর সেই চরিত্রে অভিনয় করছেন অমর্ত্য, TV9 বাংলাকে বললেন, ”বুঝতেই পারছেন, ছবির জন্য খুব গুরুত্বপূর্ণ এই চরিত্র। গল্পটি একজন কোচ ও তাঁর টিমের। এটা হিরো-হিরোইনের ছবি নয়। এটা একজন কোচ কীভাবে ১০ বছর ধরে তাঁর টিমকে গড়ে তুলেছে তার কাহিনি। এই টিমেরই অধিনায়ক চুনি গোস্বামী। সেই চরিত্রেই আমি অভিনয় করেছি। ফলে এই ছবিতে যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ চরিত্র আমার।”
চরিত্রের প্রস্তাব পেয়ে কেমন লেগেছিল?
আমি ভীষণ খুশি। কারণ এক; চুনি গোস্বামী, কোনও বাঙালিকে চুনি গোস্বামী বললে এক পায়ে লাফিয়ে ওঠেন। সকলেরই একটাই মত, তিনি লেজেন্ড। আর দুই; এতবড় একটা প্ল্যাটফর্ম, এত বড় অভিনেতার সঙ্গে কাজ করা…।
চুনি গোস্বামীর সঙ্গে আলাপ হয়েছিল কোনওদিন?
আলাপ হয়েছিল, তবে সেটা একটা ময়দান ছবির আগে।
অজয় দেবগণের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
অজয় দেবগণের সঙ্গেও বহু গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করেছি। এইদিক থেকে বলতে গেলে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। অজয় দেবগণ যখন সেটে ঢুকতেন সত্যি বলতে কি, আমার তেমন কিছুই মনে হতো না। কারণ উনি এমনভাবে নিজেকে চরিত্রের মধ্যে ধরে রাখতেন, সেটা শিক্ষণীয়। ভীষণ রিলেটেবল। উনি চরিত্রটাকে যেভাবে ক্যারি করেন, সেটা আমায় অনুপ্রাণিত করত। তবে শুটিংয়ের মাঝে হাসি-মজা সবটাই চলত।
আপনাকে তো পুরো চুনী গোস্বামীর মতোই দেখতে…
আমার সঙ্গে চুনী গোস্বামীর লুকের অদ্ভুত মিল। সেটাই তো আমার এই চরিত্রে সিলেক্ট হওয়ার মূল কারণ। আমায় ছোট থেকেই এই কথা অনেকে বলেছিলেন।
বেছে বেছে খেলার চরিত্রই কেন?
এটা আমায় মজা করে অনেকেই বলেন যে তুই তো স্পোর্টস ছবির অভিনেতা হয়ে যাচ্ছিস। তবে আমি অন্যরকমের চরিত্রই খুঁজছি এখন। এমন কি চেষ্টা করব স্পোর্টস ছবির প্রস্তাব খানিকটা এড়িয়ে যাওয়ার।
এই ছবির ক্ষেত্রে সবথেকে চ্যালেঞ্জের কী ছিল?
আমার সঙ্গে চুনী গোস্বামীর অদ্ভুত মিল। সেটাই তো আমার এই চরিত্রে সিলেক্ট হওয়ার মূল কারণ। আমায় ছোট থেকেই এই কথা অনেকে বলেছিলেন।
আপনি নিজে কোন দলের সাপোর্টার?
মোহনবাগান। না, ছবি করছি বলে নয়। সত্যি আমি এই দলকেই সাপোর্ট করি।
এই ছবিতে ভারতীয় দলের তৎকালীন ফুটবল কোচ রহিম সাহেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণকে। সেই সময় জাতীয় দলকে গড়ে তুলেছিলেন রহিম সাহেব। কঠোর অনুশীলন আর নিষ্ঠাতেই এসেছিল সাফল্য। ১৯৫০ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত জাতীয় দলের কোচ ছিলেন তিনি। এরপর আর কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় ফুটবল দল। জাকার্তা এশিয়ান গেমসে ভারতীয় দলে ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, প্রশান্ত সিনহা, প্রদ্যোৎ বর্মণ, অরুণ ঘোষ, তুলসীদাস বলরাম, রামবাহাদুর ছেত্রী, ইউসুফ খান, জার্নেইল সিং, পিটার থঙ্গরাজদের মতো ফুটবলাররা। কোরিয়ার বিরুদ্ধে ফাইনালে গোল করেছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়।
‘ময়দান’ সিনেমার প্রযোজক বনি কাপুর। সিনেমার গানে সুর দিয়েছেন এআর রহমান। হিন্দি ছাড়া অন্য তিনটি ভাষাতেও মুক্তি পাচ্ছে এই সিনেমা। ভারতসহ অন্যান্য দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কাহিনি।