Malaika-Arjun: মালাইকা-অর্জুনের বিচ্ছেদের জল্পনার মাঝেই এ কী ঘটল, চোখকে বিশ্বাস করতে পারছে না নেটপাড়া
Bollywood Relationship: তারপর থেকে সবটাই যেন পাল্টে যায়। শোনা যায় বিয়েরও করতে পারেন তাঁরা। এমনকি সন্তান নেওয়ার কথাও প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী মালাইকা আরোরা। কিন্তু সে সব স্বপ্ন যেন ভাঙতে বসেছিল এক পলকে, এমনই ভয় পেয়েছিল এই জুটির ভক্তরা।

মালাইকা আরোরা ও অর্জুন কাপুর, গত কয়েকবছর ধরেই সম্পর্কে আবদ্ধ রয়েছেন। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসার কয়েক মাসের মধ্যেই প্রকাশ্যে আসে মালাইকা আরোরা ও অর্জু কাপুুরের মধ্যে সম্পর্কের সমীকরণ। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। তবে রাখঢাক বজায় রেখে নয়, তাঁরা বরং উল্টোটাই করেছিলেন। প্রকাশ্যে যাকে বলে খুল্লাম খুল্লা প্রেমে ভেসেছেন জুটি। তাঁদের ভালবাসায় ভরিয়েছে ভক্তরা। যদিও সমালোচনা কঠাক্ষের মুখে কম পড়তে হয়নি এই জুটিকে। তারই মাঝে কোথাও গিয়ে যেন এবার মন ভাঙার ইঙ্গিত পেয়েছিল নেটপাড়া। অর্জুন কাপুর ও মালাইকা আরোরা করোনার সময় থেকেই একে অপরের সঙ্গে থাকতে শুরু করেন।
তারপর থেকে সবটাই যেন পাল্টে যায়। শোনা যায় বিয়েরও করতে পারেন তাঁরা। এমনকি সন্তান নেওয়ার কথাও প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী মালাইকা আরোরা। কিন্তু সে সব স্বপ্ন যেন ভাঙতে বসেছিল এক পলকে, এমনই ভয় পেয়েছিল এই জুটির ভক্তরা। কারণ গত কয়েকমাসে অর্জুন কাপুরকে প্রায় একাই দেখা গিয়েছিল। এমনকি এক মডেলের সঙ্গেও ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছিল তাঁকে।
তবে থেকেই খবর ছড়িয়ে পড়েছিল তাঁরা একসঙ্গে আর থাকছেন না। বিচ্ছেদ হয়েছে জুটির। তবে এ কথা যে সত্য নয়, তা এবার প্রমাণ হয়ে গেল এক ভাইরাল ভিডিয়োতে। দেখা গেল অর্জুন কাপুরের সঙ্গে ডিনার ডেটে গিয়েছেন মালাইকা আলারো। রেস্তোরাঁ থেকে বেরতে দেখা গেল তাঁদের। এরপরই নিন্দুকদের মুখ বন্ধ। না, বিচ্ছেদ হয়নি, তাঁরা তো এক সঙ্গেই আছেন, স্পষ্ট করে দিয়ে গেলেন জুটি।
View this post on Instagram





