Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করিনা, করিশ্মার সঙ্গে বন্ধুদের সিক্রেট কী? শেয়ার করলেন মালাইকা

তাঁদের মধ্যে বন্ধুত্ব এমনই যে, সমস্যার কথা মুখে না বললেও অন্যরা বুঝতে পারেন। নিন্দুকদের বাঁকা দৃষ্টির সামনেও বেঁচে থাক এমন বন্ধুত্ব।

করিনা, করিশ্মার সঙ্গে বন্ধুদের সিক্রেট কী? শেয়ার করলেন মালাইকা
চার বন্ধু। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: May 23, 2021 | 9:32 PM

গার্ল গ্যাং। হ্যাঁ, বলিউডে (Bollywood) তাঁদের বন্ধুত্বকে এই নামেই ডাকা হয়। তাঁরা অর্থাৎ করিনা কাপুর, করিশ্মা কাপুর, মালাইকা আরোরা (Malaika Arora) এবং অমৃতা আরোরা। দুই জোড়া বোন যখন একসঙ্গে থাকেন, তখন যেন সব কিছু জিতে নিতে পারেন তাঁরা। তাঁদের বন্ধুত্ব দেখে হিংসেও করেন অনেকে। এত বছর পরে বন্ধুত্বের সিক্রেট প্রকাশ্যে শেয়ার করলেন মালাইকা।

হিন্দি টেলিভিশনে রিয়ালিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার ফোর’-এ সম্প্রতি বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন মালাইকা। সেখানে কথা প্রসঙ্গে মালাইকা বলেনস, “ওরা দুই বোন (করিশ্মা, করিনা)। আর আমরা দুই বোন। আমরা আসলে অনেকটাই এক রকম। পছন্দ, অপছন্দ এক রকম আমাদের। আমাদের চারজনের অনেক মিলের মধ্যে একটা হল খাবার। বিভিন্ন রকমের খাবার আমাদের পছন্দের। সব আড্ডা, গল্পই খাবারে এসে শেষ হয়।”

পার্টি হোক বা অ্যাওয়ার্ড ফাংশন একসঙ্গে চার বন্ধুর দেখা মেলে। আবার একসঙ্গে বেড়াতেও যান তাঁরা। একই রকম ফ্যাশন সেন্স তাঁদের। ফলে স্টাইলাইজেশনের দিক থেকেও মিলে যায় পছন্দ। আর রয়েছে গসিপ। এই বিষয়টাও মালাইকা স্বীকার করে নিয়েছেন। বন্ধুদের মধ্যে গল্প হবে, আর গসিপ থাকবে না, তা তো হয় না। তবে তাঁদের গসিপে বলিউডের কোন কোন ঘটনা থাকে, তা খোলসা করেননি তিনি। কিন্তু তাঁদের মধ্যে বন্ধুত্ব এমনই যে, সমস্যার কথা মুখে না বললেও অন্যরা বুঝতে পারেন। নিন্দুকদের বাঁকা দৃষ্টির সামনেও বেঁচে থাক এমন বন্ধুত্ব।

আরও পড়ুন, নীনার জীবনের অজানা গল্প এ বার জানতে পারবেন তাঁর আত্মজীবনীতে