বলিউড (Bollywood) অভিনেত্রী (Actress) নীনা গুপ্তার (Neena Gupta) জীবনটা যেন খোলা খাতা। প্রেম, সন্তান, কেরিয়ার, বিয়ে কোনও কিছুই তিনি গোপন করেননি। সেই জীবন এ বার দুই মলাটের ভিতর। অর্থাৎ চাইলেই আপনি পড়ে ফেলতে পারবেন নীনার জীবনের অজানা কথা। সৌজন্যে তাঁর আত্মজীবনী ‘সচ কহু তো’।
এটিই নীনার প্রথম বই। সোশ্যাল মিডিয়ায় সেই বই প্রকাশের ঘোষণার সময় দৃশ্যতই উত্তেজিত ছিলেন নায়িকা। একটি ভিডিয়ো নীনা শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার বই, আমার কভার, আমার গল্প’। পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশনা সংস্থার তরফে প্রকাশিত হতে চলেছে বইটি। প্রকাশনা সংস্থার তরফে সংবাদ মাধ্যমে জানানো হয়, নীনা তাঁর প্রেগন্যান্সি, একা মায়ের জার্নি, ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্রীর বলিউডের সফল সেকেন্ড ইনিংসের কথা এই বইতে লিখেছেন।
নীনার কথায়, “ভয়ঙ্কর খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাড়িতে বসে আছি। সব সময়ই দুঃখিত অথবা উদ্বিগ্ন, এ সময় আমার এই বই হয়তো আপনাদের ভাল লাগবে।” আগামী ১৪ জুন মুক্তি পাবে বইটি। তবে উৎসাহীরা এখন থেকেই প্রি-বুকিং করতে পারেন।
নীনা গুপ্তা। সাহসের আর এক নাম। এমন ভাবেই তাঁকে দেখতে পছন্দ করেন অনুরাগীরা। বলিউডে সফল কেরিয়ার। কিন্তু এক সময় অনেক বেশি আলোচিত ছিল তাঁর ব্যক্তি জীবন। বিয়ে না করেও একমাত্র কন্যা মাসাবা গুপ্তাকে একা হাতে বড় করেছেন। সিঙ্গল মা হিসেবে সব দায়িত্ব পালন করেছেন। আবার মাসাবার বাবার পরিচয় কোনওদিন গোপন করেননি। কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে নিজের প্রেম কখনও লুকিয়ে রাখেননি।
৮০-র দশকে ভিভ, নীনার প্রেম, সম্পর্ক নিয়ে উত্তাল ছিল ফিল্ম এবং ক্রিকেট মহল। তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন। একে অপরকে ভালবেসেছিলেন। তাঁদের সন্তান মাসাবা। কিন্তু কখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ভিভ-নীনা। ভিভ পরে বিয়ে করেছিলেন মিরিয়মকে। অন্যদিকে পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহেরাকে বিয়ে করেন নীনা।