মধ্যরাত পেরতে না পেরতে মেয়ে সুহানাকে নিয়ে কী পোস্ট করলেন শাহরুখপত্নী গৌরি?

ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক শেষ করার পরে, সুহানা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন।

মধ্যরাত পেরতে না পেরতে মেয়ে সুহানাকে নিয়ে কী পোস্ট করলেন শাহরুখপত্নী গৌরি?
সুহানা খান।
Follow Us:
| Updated on: May 22, 2021 | 8:35 AM

২১-এ পা দিলেন শাহরুখ কন্যা। মা গৌরি রাত বারোটা বাজতা না বাজতেই করে ফেললেন মেয়েকে সোশ্যাল পোস্ট। সুহানার এক ছবিও পোস্ট করেন গৌরি। সাদা-কালো পলকা ডট দেওয়া এক ড্রেস পরে আছেন সুহানা। ক্যাপশনে গৌরি লেখেন, ’শুভ জন্মদিন…তোমায় আজও ভালবাসি, কালও ভালবাসব এবং চিরকাল ভালবাসব’। সুহানাও সেই পোস্টের কমেন্টে রিপ্লাইয় করেন। লেখেন, ‘আমি তোমাকে ভালবাসি’

বহু মানুষ সুহানার প্রতি তাঁদের শুভেচ্ছা জানাতে কমেন্ট করেছেন। সীমা খান লিখেছেন, ‘শুভ জন্মদিনের সু’, নিলম কোঠারি সোনি লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা ডার্লিং সুহানা।‘ ভাবনা পান্ডে, যাঁর মেয়ে অনন্যা পান্ডে সুহানার ঘনিষ্ঠ বন্ধুও, হার্ট ইমোটি পোস্ট করেছেন।

আরও পড়ুন সেপ্টেম্বরে শুরু ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামার’ শুটিং; ছবি মুক্তি ২০২৩-এ

View this post on Instagram

A post shared by Gauri Khan (@gaurikhan)

ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক শেষ করার পরে, সুহানা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন। ২০২০ সালের করোনা ভাইরাস প্রকোপে লকডাউনের সময় তিনি মুম্বইতে বেশিরভাগ সময় কাটিয়েছিলেন।

সুহানা তাঁর বাবার মতো একজন অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তাঁর সন্তানদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে পড়াশোনা শেষ করতে হবে। “অভিনেত্রী হতে চাইলে সুহানার আরও তিন থেকে চার বছর অভিনয় শেখা উচিত। আমি জানি আমার ইন্ডাস্ট্রির অনেক বন্ধু মনে করেন আমার সন্তানদের আগামিকাল থেকেই অভিনয় শুরু করা উচিত। তবে এটি আমার বিশ্বাস, যে তাঁদের এখনও অভিনয় শুরু করা উচিত নয়, ” এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন।