Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Social Media Troll: গোপনাঙ্গ ঢাকতে কখনও পাতা কখনও তোয়ালে, চুরি বিদ্যায় ফোটোশুটে ট্রোলিং ঝড়! উত্তরে কী বলেছিলেন ডাব্বু রাতনানি

Viral Photoshoot: কিয়ারা বা জন, বোল্ড লুকে ধরা দিয়েছিলেন ডাব্বুর ফ্রেমে, তবে ফেমাস লুকের পেছনে কি রয়েছে অন্য কোনও রহস্য!

Social Media Troll: গোপনাঙ্গ ঢাকতে কখনও পাতা কখনও তোয়ালে, চুরি বিদ্যায় ফোটোশুটে ট্রোলিং ঝড়! উত্তরে কী বলেছিলেন ডাব্বু রাতনানি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 5:27 PM

বি-টাউনের সেলিব্রিটি ফোটোগ্রাফার ডাব্বু রতনানি, একের পর এক অনবদ্য ফ্রেমে সেলেবদের যেভাবে তিনি বেঁধে ফেলেন, তাতে কোথাও গিয়ে যেন ছকভাঙা স্বাদে নয়া লুকে বারে বারে ধরা দিয়ে থাকেন সেলেবরা। ডাব্বু রতনানি মানেই নিজেকে নতুন করে ফ্যাশনিস্তা করে তোলা। তবে সেই সেলেব স্টার ফোটোগ্রাফারের নামে টুকলির অভিযোগ! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। একবার নয়, পর পর দুবার একইভাবে ডাব্বু রতনানি নিজের তোলা ছবির জন্য কড়া ভাষায় সমালোচিত হয়েছিলেন।

View this post on Instagram

A post shared by Diet Sabya (@dietsabya)

প্রথমেই আশা যাক, কিয়ারা আডবানির প্রসঙ্গে। ২০২১ সালে কিয়ারা তখন প্রথম প্রথম সিনে দুনিয়ায় পা রেখেছেন। ক্যালেন্ডার শুটে ডাব্বু রাতনানির কাছ থেকে পেয়েছিলেন ডাক। সেখানেই দেখা যায়, গোপনাঙ্গ ঢাকা রয়েছে কেবল মাত্র একটি পাতা দিয়ে। ছবি নিয়ে বা অভিনেত্রীর পোজ নিয়ে যতই তর্ক বিতর্ক হোক না কেন, নজরের কেন্দ্রে ছিল বিষয় ভাবনা। আবার জন আব্রাহমের একটি ফ্রেমকে নিয়েও ভাবনা চুরির অভিযোগ উঠেছিল। তবে কিয়ারার বেলায় মুখ বুঁজে সবটা মেনে নিতে সমস্যা হয় ডাব্বুর। কারণ ট্রোলারদের মতে এই একই ফ্রেমে ছবি তোলা হয়েছে আগেও। তবে চুপ করে থাকেননি ডাব্বু।

সপাট জবাবে জানিয়েছিলেন, ২০০১ সালের প্রসঙ্গ। তাঁর কথায়, তাব্বুকে নিয়ে এই একই কনসেপ্টে তিনি ছবি তুলেছিলেন। তবে ফ্রেমের থেকে থেকে গিয়েছিল সামান্য বদল। এটা তাঁর ভাবনা, আর নিজের ভাবনা নিজে চুরি করেছেন এটার অভিযোগে কেউ যদি আঙুল তুলতে চান, তবে তিনি নিশ্চিন্তে তা করতে পারেন। বর্তমানে ডাব্বুর ফ্রেমে প্রতিটা সেলেবই কখনও না কখনও ফ্রেমবন্দি হতে চান, এতটাই নিজের জায়গা সিনে দুনিয়ায় পোক্ত করে তুলেছেন এই সেলেব ফোটোগ্রাফার। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে থাকে এক একটি ছবি। ডাব্বু রাতনানি তাই এই ট্রোলিং-কে খুব একটা গুরুত্ব কোনও দিন না দিলেও, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে কমেন্ট সেকশন আজও ভরে ওঠে।

আরও পড়ুন- Shocking News: বাস্তু মানেন সলমন! সেই কারণেই কি আজও অবিবাহিত তিনি! রহস্য ফাঁস করলেন নিজেই

আরও পড়ুন- Bollywood Controversy: বিবাহিত পুরুষের প্রতি এত টান! সঞ্চালকের মন্তব্য শুনে বেফাঁস উত্তর, সম্মতি জানিয়ে লজ্জায় রেখা