Pooja Bhatt: ‘আমার স্বামী মোটেও খারাপ…’, বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পূজা ভাট
Gossip: ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ ‘বম্বে বেগমস্’-এ অভিনয় করে কামব্যাক করেন পূজা। তাঁর অভিনয় বিভিন্ন মহলে প্রশংসিত।

পূজা ভাট, বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০০৩ সালে। সাত পাকে বাঁধা পড়েছিলেন মণীষ মাখিজার সঙ্গে। তবে সেই বিয়ে বেশিদিন স্থির হয়নি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর বিবাহ বিচ্ছেদের খবর। তবে কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন পূজা? এতবছর পর এই প্রসঙ্গে মুখ খুললেন পূজা ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, এই সময়টাই তাঁর জীবনের সব থেকে কঠিন সময় ছিল। তিনি মানসিকভাবে বিদ্ধস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু কেন? হঠাৎ কেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? এই প্রসঙ্গে তিনি জানান, তাঁর বৈবাহিক জীবনে তেমন কোনও সমস্যা ছিল না। তাঁর স্বামী খারাপ মানুষ নন। তাঁর স্বামীর বিরুদ্ধে তেমন কোনও অভিযোগও নেই। তবে একটা সময় তাঁর মনে হয়েছিল তিনি নিজেকে হারিয়ে ফেলছেন। সেই কারণেই পূজা স্থির করেছিলেন তিনি এই বিয়ে থেকে সরে আসবেন।
তবে ২০১৪ সালে পূজা ভাট বিবাহ বিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি। কিন্তু কেন তারপর আর বিয়ের পিঁড়িতে বসেননি পূজা সেই প্রসঙ্গে মুখ খুলে তিনি অতীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমরা মেয়েরা পৃথিবীতে অন্য কী জয় করলাম, তাতে কিছু যায় আসে না। বাড়িতে এসে শুনতে হয়, ঠিক আছে, তুমি নোবেল প্রাইজ জিতেছো, কিন্তু খাবারে আজ কী আছে? তুমি কি মা? তুমি কি বিবাহিতা? কেন তুমি আবার বিয়ে করছ না? আমি সকলকে বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি, একা তো আনন্দেই আছি। আমার জীবন তো অসম্পূর্ণ নয়। আমি যেমন জীবন বেছে নিয়েছি, তেমনই পেয়েছি।
ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ ‘বম্বে বেগমস্’-এ অভিনয় করে কামব্যাক করেন পূজা। তাঁর অভিনয় বিভিন্ন মহলে প্রশংসিত। কিন্তু ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর পেরিয়ে এসে তাঁর উপলব্ধি, কাজের নিরিখে প্রশংসা করলেও ব্যক্তি জীবন নিয়ে সকলের কৌতূহল রয়েছে।
