‘টাইটানিক’-এ রোজের জায়গায় শিল্পা শেট্টি, কীভাবে সম্ভব?

রবিবার ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পার স্বামী পেশায় ব্যবসায়ী রাজ। যেখানে টাইটানিকের দৃশ্যে রয়েছেন তিনি এবং শিল্পা!

‘টাইটানিক’-এ রোজের জায়গায় শিল্পা শেট্টি, কীভাবে সম্ভব?
রাজের শেয়ার করা ভিডিয়োয় শিল্পা শেট্টি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: May 30, 2021 | 9:55 PM

আপনি সিনেমা দেখতে ভালবাসলে নিশ্চয়ই হলিউডি ছবি ‘টাইটানিক’ দেখেছেন? জ্যাক এবং রোজের প্রেম কাহিনি সিনে দর্শকের কাছে বার বার আলোচনার বিষয়। লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের পারফরম্যান্স আজও মনে রেখেছেন দর্শক। কিন্তু ‘টাইটানিক’-এর দৃশ্যে লিওনার্দো এবং কেটের বদলে যদি শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং রাজ কুন্দ্রাকে দেখেন? অবাক হবেন নিশ্চয়ই।

রবিবার ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পার স্বামী পেশায় ব্যবসায়ী রাজ। যেখানে টাইটানিকের দৃশ্যে রয়েছেন তিনি এবং শিল্পা! মজা করে রাজ লিখেছেন, ‘টাইটানিকে পঞ্জাবি দম্পতি’!

View this post on Instagram

A post shared by Raj Kundra (@rajkundra9)

বিভিন্ন অ্যাপের সাহায্যে এই মজার ভিডিয়ো তৈরি করেছেন রাজ। শিল্পার বোন শমিতা শেট্টি সহ অনেকেই কমেন্টে মজার ইমোজি দিয়েছেন। আসলে বর্তমান পরিস্থিতিতে কারও মন ভাল নেই। করোনা আতঙ্ক, লকডাউন এবং ভবিষ্যতের অনিশ্চয়তা ঘিরে ধরেছে সকলকে। এই পরিস্থিতিতে এই ধরনের মজার ভিডিয়ো যদি দর্শকের মনে একটুও আনন্দ দিতে পারেন, সে কারণেই রাজের এই প্রচেষ্টা বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

আরও পড়ুন, সোনুর নামে মাংসের দোকান! জানতে পেরে কী বললেন অভিনেতা?