ফিল্মের প্রথম দিনের শুটিংয়ে কেন নিলেন বোনের নাম? অক্ষয় লিখলেন…
আজ থেকে শুরু করলেন নতুন ছবির শুটিং। পোস্টও করেছেন সে ছবি। পরিচালকের সঙ্গে বসে রয়েছেন মিস্টার খিলাড়ি।
পরবর্তী ছবি ‘রক্ষা বন্ধন’ শুটিং শুরু করলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের ছবিও শেয়ার করেছেন অভিনেতা। হলুদ পাঞ্জাবি পরিহিত অক্ষয়কে পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে বসে থাকতে দেখা যায়। ‘আমার বোনকে বড় করা, আলকা আমার প্রথম বন্ধু ছিল। এক সহজ বন্ধুত্ব। আনন্দ এল রাইয়ের রক্ষা বন্ধন তার প্রতি উৎসর্গ এবং বিশেষ বন্ধনের উদযাপন,” টুইটের ক্যাপশনে লেখেন অক্ষয়। তিনি আরও যোগ করেন, ‘আজ শুটিংয়ের প্রথম দিন, আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছার প্রয়োজন।‘
চলতি মাসের শুরুর দিকে, ভূমি পেডনেকর ‘রক্ষা বন্ধন’-এর টিমে যোগ দেন। ‘টয়লেট:এক প্রেম কথা’ এবং ‘দুর্গামতী’র (অক্ষয় কুমারের প্রযোজনা) পর তৃতীয় ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন ভূমি-অক্ষয়। ভূমি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘একটি বিশেষ ফিল্ম এবং এক বিশেষ পুনর্মিলন। আমার প্রিয় দুই সৃজনশীল পাওয়ার হাউস এবং মানুষের সঙ্গে আবার কাজ করতে আমি অত্যন্ত আগ্রহী। এই বিশেষ, মনগ্রাহী গল্প ‘রক্ষা বন্ধন’ অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।‘
Growing up my sister, Alka was my first friend. It was the most effortless friendship.@aanandlrai's #RakshaBandhan is a dedication to her and a celebration of that special bond ♥️Day one of shoot today, need your love and best wishes ?? @bhumipednekar #AlkaHiranandani pic.twitter.com/Oai4nMTDMU
— Akshay Kumar (@akshaykumar) June 21, 2021
আনন্দ এল রাই পরিচালিত ও হিমাংশু শর্মা রচিত ছবিটি গত বছর রাখি পূর্ণিমা উপলক্ষে ঘোষণা করা হয়েছিল। ‘অতরঙ্গি রে’ ছবির পরে আনন্দ এল রাইয়ের সঙ্গে দ্বিতীয়ছবিতে কাজ করতে চলেছেন অক্ষয়। অক্ষয় ছাড়াও ছবিতে ‘অতরঙ্গি রে’-তে রয়েছেন ধনুষ এবং সারা আলি খান।
View this post on Instagram
অক্ষয়ের হাতে এখন প্রচুর কাজ। ‘ওহ মাই গড’-এর সিক্যুয়েল করছেন তিনি। ছবিতে রয়েছে পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতম। এছাড়াও ‘সূর্যবংশী’, ‘বেল বটম’, ‘অতরঙ্গি রে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’ এবং ‘বচ্চন পান্ডে’র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়াও ১০টি স্ক্রিপ্ট নিয়ে কথা চলছে অভিনেতার, এবং যদি সেগুলি সব বাস্তবায়িত হয়, তবে কেউ আগামী ৩ বছরের জন্য অক্ষয়কুমার একেবারে বুকড। বি-টাউনের ব্যস্ততম অভিনেতা হয়ে উঠবেন অক্ষয়।