AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একাধিক বার পিছিয়েছে ছবি, শেষমেশ কবে রিলিজ করবে রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’?

বহুদিন ধরে ফ্যানেরা রূপোলি পর্দায় এই ফ্যান্টাসি-অ্যাকশন প্রজেক্টটির সাক্ষী হওয়ার অপেক্ষায় রয়েছেন।

একাধিক বার পিছিয়েছে ছবি, শেষমেশ কবে রিলিজ করবে রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’?
অয়ন-আলিয়া-রণবীর।
| Updated on: May 22, 2021 | 9:52 AM
Share

পরিচালক অয়ন মুখার্জি এবং তাঁর ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র অনসম্বল কাস্টিংয়ে রয়েছেন রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, মৌনি রায়, নাগার্জুন, ডিম্পল কাপাডিয়া, এবং ক্যামিও চরিত্রে কিং খান। এমন এক তারকাখচিত ছবিটি বিভিন্ন কারণে বক্সঅফিসে একাধিকবার স্থগিতবস্থার মুখোমুখি হয়েছে।

ফ্যানেরা রূপোলি পর্দায় এই ফ্যান্টাসি-অ্যাকশন প্রজেক্টটির সাক্ষী হওয়ার অপেক্ষায় রয়েছেন। সর্বশেষ খবরে যা জানা যাচ্ছে তা হল নির্মাতারা ২০২২ গ্রীষ্মে ছবিটি রিলিজের পরিকল্পনায় রয়েছেন। কোভিড পরিস্থিতির উপর দাঁড়িয়ে আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে ফিল্মের অবশিষ্ট অংশের শুটিং শেষ করার কথাও চলছে।

আরও পড়ুন মধ্যরাত পেরতে না পেরতে মেয়ে সুহানাকে নিয়ে কী পোস্ট করলেন শাহরুখপত্নী গৌরি?

ইতিমধ্যে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। ছবিতে মুখ্য প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করছেন মৌনি রায়। সম্প্রতি ছবিটির বিলম্বের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, “আমরা সকলে খুব দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি এবং আমার মনে হয় আরও কয়েক দিন, কয়েক মাস হয়তো লাগবে। এটা এমন এক ফিল্ম যা থিয়েটারে উপভোগ করতে হবে , তাই আমি নিশ্চিত যে অয়ন মুখার্জি এবং করণ স্যার এবং পুরো টিম এটির মতো মুক্তির জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। তবে ভাল খবর হল ‘রুহি’ মুক্তি পেয়েছে এবং আরও কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। সবার মতোই আমিও আশবাদী I মুক্তির তারিখের জন্য অপেক্ষা করছি “” ছবি থেকে তার চরিত্র সম্পর্কেও কথা বলেছেন মৌনী রায়। তিনি আরও বলেন, “আমি ছবিতে একদম খারাপ ব্যক্তি”