Ranbir Controversy: ‘চুরি হয়ে গেলে…’, আলিয়ার চটি নিয়ে এ কী করলেন রণবীর, চরম ট্রোলের শিকার
Viral Video: গোটা বলিউড বৃহস্পতিবার অর্থাৎ ২০ এপ্রিল ছিল শোকস্তব্ধ। প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। এরপরের দিন অর্থাৎ শুক্রবার গোটা বিটাউন হাজির হয়েছিলেন যশ চোপড়ার বাড়িতে সমবেদনা জানাতে।
রণবীর কাপুর ও আলিয়া ভাচের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মজবুত, তা এক কথায় কম বেশি সকলের জানা। টানা ৪ বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২-এ বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। বর্তমানে একটি সন্তানও রয়েছে তাঁদের। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই জুটির প্রতিটা খবরের মাঝে এবার এ কী কাণ্ড চোখে পড়ল সকলের? সদ্য প্রয়াত হয়েছেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। গোটা বলিউড বৃহস্পতিবার অর্থাৎ ২০ এপ্রিল ছিল শোকস্তব্ধ। সলমন খান কিসি কি ভাই কিসি কি জান ছবির প্রিমিয়ারও বাতিল করে দিয়েছিলেন। এরপরের দিন অর্থাৎ শুক্রবার গোটা বিটাউন হাজির হয়েছিলেন যশ চোপড়ার বাড়িতে সমবেদনা জানাতে।
তালিকা থেকে বাদ পড়েনি শাহরুখ খান থেকে শুরু করে সইফ আলি খান, করিনা কাপুর, ভিকি কৌশল থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী আরও অনেকে। সেই তালিকায় নাম লিখিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ফলে এদিন যশ চোপড়ার বাড়ির সামনে ছিল পাপারাৎজিদের উপচে পড়া ভিড়। সবকিছুই হল ফ্রেমবন্দি। তারই মাঝে এ কী কাণ্ড ঘটিয়ে বসলেন রণবীর কাপুর? যশ চোপড়ার বাড়িতে ঢোকার সময়ই আলিয়া বাইরে চটি খুলে ঢোকেন। রণবীর সেই চটি হাতে করে ঘরে নিয়ে প্রবেশ করেন।
এরপরই সমালোচনার ঝড় হতে। চরম ট্রোল্ড হতে হয় রণবীরকে। কেউ লিখলেন, চুরি হয়ে গেলে ক্ষতি হবে স্ত্রীর, তাই এই কাজ করলেন রণবীর। কেউ লিখলেন লোক দেখানো সম্পর্ক। সবটাই পাবলিসিটি স্টান্ট। কারও কথায়, বারাবারি। কেউ আবার হৃত্বিক রোশনের প্রসঙ্গ টেনে প্রশংসাও করলেন রণবীরের।
View this post on Instagram
বর্তমানে নেটপাড়ায় সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিল তা পলকে। সোশ্যাল মিডিয়ায় এক কথায় চরম কটাক্ষের শিকার হতে হয় রণবীরকে। যদিও জুটির এই মিষ্টি সমীকরণ নজরও কাছে নেটপাড়ার একাংশের।
View this post on Instagram