আইসিইউতে স্থানান্তর করা হল রণধীর কাপুরকে, বর্ষীয়ান অভিনেতার জন্য চিন্তায় বলিউড
এ দিন, শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে সংশ্লিষ্ট হাসপাতালের ডাক্তার সন্তোষ শেট্টি জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। আপাতত ঠিক আছেন রাজ-পুত্র।
করোনার টিকার দু’টি ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন কাপুর পরিবারের অন্যতম সদস্য রণধীর কাপুর। বৃহস্পতিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সাম্প্রতিকতম খবর অনুযায়ী, এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে তাঁকে। যদিও তাঁর অবস্থা ‘স্টেবল’ বলেই হাসপাতাল সূত্রে খবর।
অন্যদিকে এ দিন, শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে সংশ্লিষ্ট হাসপাতালের ডাক্তার সন্তোষ শেট্টি জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। আপাতত ঠিক আছেন রাজ-পুত্র। পাশাপাশি আইসিইউ থেকেই এক সংবাদমাধ্যমকে রণধীর জানিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্যই আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। তাঁর এমনি কোনও শারীরিক জটিলতা নেই। লাগছে না অক্সিজেন সাপোর্টও। যদিও বলিঊডের অন্দরের রণধীর কাপুরকে নিয়ে চিন্তা বেড়েছে। তাঁর এমনিতে রোগজনিত কোমরবিডিটি না থাকলেও বয়স যাতে ‘ফ্যাক্টর’ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে খেয়াল রাখছে চিকিৎসকরা।
প্রসঙ্গত, আজ ৩০ এপ্রিল। এ দিনই গত বছর প্রয়াত হল রণধীর কাপুরের ভাই ঋষি কাপুর। করোনার হানাও কাপুর পরিবারে নতুন নয়। রণধীরের আগেও কাপুর পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা থেকে সেরে উঠে সদ্য মালদ্বীপ ঘুরে এলেন রণবীর কাপুর। রণবীরের মা নীতুও করোনা জয়ী। আপাতত রণধীরের দ্রুত আরোগ্য কামনায় সাধারণ থেকে বলিঊড।
আরও পড়ুন- করোনাকালে শুটিংয়ের ভবিষ্যৎ কী? কোভিড রুখতে কড়া নিয়ম আনার ভাবনায় ই-মেল ফেডারেশনের