Karva Chauth: করওয়া চৌথ পালনে জোর পরিবারের, এই প্রথায় বিশ্বাস নেই স্পষ্ট জানালেন রিয়া
Karva Chauth: গত অগস্টে বিয়ে করেছেন রিয়া। সে সময় সোশ্যাল মিডিয়ায় রিয়া শেয়ার করেছিলেন তাঁর বিয়ের দিনের অভিজ্ঞতার কথা। শেয়ার করেছিলেন ১২ বছর ধরে করণের সঙ্গে তাঁর প্রেমপর্ব চলার পরেও বিয়ের দিনে ঠিক কী অবস্থা হয়েছিল তাঁর।
কিছুদিন আগেই বিয়ে করেছেন বলিউড অভিনেতা অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর। বিয়ের পর এ বছরই প্রথম করওয়া চৌথ পালনের সুযোগ পাবেন তিনি। কিন্তু রিয়া এবং তাঁর স্বামী করণ বুলানি নাকি এই প্রথায় বিশ্বাসই করেন না। সদ্য সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে নিজের মতামত স্পষ্ট করে জানিয়েছেন তিনি।
রিয়া লিখেছেন, ‘করওয়া চৌথের কোনও উপহার বা কোলাবোরেশনের পরিকল্পনা নিয়ে আমার কাছে আসবেন না। কারণ করণ এবং আমি এতে বিশ্বাস করি না। যে দম্পতিরা এই প্রথা উপভোগ করেন, তাঁদের বিশ্বাসের প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু এটা আমার জন্য নয়। যে প্রথার প্রতি আমার বিশ্বাস নেই, সেই সংক্রান্ত কোনও প্রোমোশন করতে পারব না।’
রিয়া জানিয়েছেন, তিনি এ সব কথা প্রকাশ্যে বলতে বাধ্য হলেন কারণ করওয়া চৌথ পালনের জন্য তাঁর উপর জোর করা হচ্ছে। ‘অনেকেই বলছেন, এটা আমার প্রথমবার। নিয়ম পালন করা উচিত। আমি বোকামো করছি। যাঁরা এগুলো বলছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। এই লেখাটা পড়লে আশা করি আর বলবেন না’, লিখেছেন রিয়া।
গত অগস্টে বিয়ে করেছেন রিয়া। সে সময় সোশ্যাল মিডিয়ায় রিয়া শেয়ার করেছিলেন তাঁর বিয়ের দিনের অভিজ্ঞতার কথা। শেয়ার করেছিলেন ১২ বছর ধরে করণের সঙ্গে তাঁর প্রেমপর্ব চলার পরেও বিয়ের দিনে ঠিক কী অবস্থা হয়েছিল তাঁর। কাঁপছিলেন তিনি, কাঁদছিলেনও। হাজার হোক বিয়ে বলে কথা! রিয়া লিখছিলেন, “১২ বছর… আমার নার্ভাস হওয়া বা আনন্দে গদগদ হওয়া– এই দুটির মধ্যে কোনওটাই হওয়া উচিত ছিল না। কারণ তুমি আমার প্রিয় বন্ধু, সবচেয়ে প্রিয় মানুষ। বুঝতে পারিনি অভিজ্ঞতা ঠিক কেমন হতে চলেছে।” রিয়া যোগ করেন, “আমি এমন একটা মেয়ে যে ১১টার আগে বাবা-মা ঘুমিয়ে পড়ার আগেই বাড়ি ঢুকে যাই। সেই আমার ওই দিন কান্না পেয়েছিল, আমি কাঁপছিলাম। আমার পেট ব্যথা হচ্ছিল… কারণ আমি বুঝতেই পারিনি অনুভূতি এরকম হতে চলেছে। আশা রাখছি দুজনে এমন এক পরিবার গড়ব যে পরিবারে আমাদের জীবনে যত ভালবাসা রয়েছে সবাই এক হবে…।”
বিয়ে নিয়ে অযথা আড়ম্বর চাননি রিয়া-করণ। জুহুর বাংলোতে বসেছিল বিয়ের আসর। আগে থেকে পাপারাজ্জির কাছেও ছিল না খবর। ইণ্ডাস্ট্রির তাবড়দের দেখা যায়নি সেখানে। তবে কাপুর পরিবারের মেয়ের বিয়ে। পরিবার জুড়েই সেলেব। তাই বিয়ের দিন হাজির থাকতে দেখা গিয়েছিল জাহ্নবী কাপুর, খুশি কাপুর, বণি কাপুর থেকে শুরু করে সানায়া কাপুর-অর্জুন কাপুর সহ অনেককেই।
বিয়ে নিয়ে প্রচার না চাইলেও সেই কবে থেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেম নিয়ে সরব রিয়া-করণ। গত বছর রিয়ার জন্মদিনে করণ লেখেন, “তুমি আমার জীবন যেভাবে খুশিতে ভরিয়ে দিয়েছ আশা করছি একদিন তোমার জীবনেও এমন খুশি নিয়ে আসতে পারব আমি। জন্মদিন হাসি-ভালবাসায় ভরে উঠুক। গত বছরের চেয়েও এই বছরটি আরও আনন্দে কাটুক।”
অন্যদিকে রিয়াও পিছিয়ে নেই। করণের জন্মদিনে চুমুতে ভরিয়ে দিয়ে তিনি লিখেছিলেন, “একসঙ্গে বড় হয়ে উঠেছি যে মানুষটার সঙ্গে সেই মানুষটার জন্মদিন। তুমি আমার ভালবাসা। ১২ বছরটা একসঙ্গে কাটানোর সময় হিসেবে একেবারেই যথেষ্ট নয়। মনে হয় এই তো দেখা হল… #মাইম্যান।”
আরও পড়ুন, Kashmera Shah Sunita Ahuja: সুনীতাকে গোবিন্দার ম্যানেজার বলে কটাক্ষ কাশ্মীরার!