বিহঙ্গী বিশ্বাস
এই তো গত বছরের ঘটনা। রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘আজা ছোরে, হাঁ আজা ছোরে…নাচো নাচো…’-র সঙ্গে বিয়ে বাড়ি থেকে ডিস্কো ঠেকে পা মিলিয়েছিলেন আপনিও। সেই গানেরই তেলুগু ভার্সন ‘নাটু নাটু’ বুধবার গোল্ডের গ্লোবের মঞ্চে জিতে নিয়েছে সেরার সেরা পুরস্কার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বলিউডের তাবড় অভিনেতারা জানাচ্ছেন শুভেচ্ছা। তেলুগু গানটি লিখেছিলেন চন্দ্র বোস। আর হিন্দি ‘নাচো নাচো’র রচয়িতা এক বাঙালি কন্যে। নাম রিয়া মুখোপাধ্যায়। ‘আরআরআর’-এই জয়ে কী প্রতিক্রিয়া তাঁর? TV9 Bangla-র সঙ্গে এক্সক্লুসিভলি কথা বললেন তিনি।
“আমি কিন্তু নাটু নাটুর হিন্দি রচয়িতা। তাই টেকনিকালি এটা আমার জয় নয়। তবে হ্যাঁ, আমি এই ছবির অংশ। তাই জয়টা আমারও। ভীষণ ভীষণ গর্বের বিষয়। দারুণ আনন্দ হচ্ছে। কিরাভানি স্যরের (সঙ্গীত পরিচালক) জন্য একটা বড় শাউটআউট দিতে চাই। রাজামৌলী স্যরকে নিয়ে আর কী বা বলব। তেলুগু লিরিক্সটা লিখেছিলেন চন্দ্র বোস। তিনিও অসাধারণ লিখেছেন।” প্রাপ্তির পর কি রাজামৌলীর সঙ্গে তাঁর কথা হয়েছে? রিয়া যোগ করলেন, ” না, না এখনও হয়নি। এখনও ওঁরা লস এঞ্জেলসে রয়েছেন। আমি কিরাভানি স্যরকে মেসেজ করে রেখেছি। আশা করি তিনি তা দেখে উত্তর দেবেন।” শুধু ‘নাচো নাচো’ই নয়, ‘দোস্তি’ গানটিও লিখেছেন তিনি। জানালেন, রাজামৌলী নিজেই জানিয়েছিলেন বন্ধুত্ব নিয়ে একটা গান দরকার। যে বন্ধুত্ব আগুন ও জলের। বৈশিষ্ট্যগত দিক দিয়ে আলাদা হলেও জল ও আগুনের যে বন্ধুত্ব হয় তাই তুলে ধরা হয়েছিল ওই ছবিতে। আর রিয়ার লেখনীও লিখে ফেলেছিল মানানসই আইকনিক গান। আপাতত ‘আরআরআর’ টিমের ঘরে ফেরার অপেক্ষায় রিয়া। উচ্ছ্বাস যেন থামছেই না।
প্রায় সাড়ে চারশ কোটি টাকা দিয়ে বানানো এই ছবি ব্যবসা করেছিল ১২০০ কোটি টাকার। রামচরণ ও জুনিয়র এনটিআরের অভিনয় তো প্রশংসিত হয়েছিল, একই সঙ্গে ছবির চিত্রনাট্য, প্রেক্ষাপটও বেশ মনে ধরেছিল দর্শকের। ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও অজয় দেবগণকে। ওই ছবির জন্য অজয় দেবগণের পারিশ্রমিক ছিল আকাশছোঁয়া। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ও কোমারাম ভীমের লড়াইয়ের উপর তৈরি হয়েছে সিনেমার কাহিনী। ভারতীয়দের উপর ব্রিটিশ অত্যাচার, রুখে ধারানোর কাহিনী ধরা দিয়েছিল ছবিতে। অস্কারের দৌড়েও এই ছবি শামিল। আপাতত দেশের কাছে এ এক উচ্ছ্বাসের সময়। দক্ষিণী ছবির জয়জয়কার, বলিউড কি দেখছে?
বিহঙ্গী বিশ্বাস
এই তো গত বছরের ঘটনা। রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘আজা ছোরে, হাঁ আজা ছোরে…নাচো নাচো…’-র সঙ্গে বিয়ে বাড়ি থেকে ডিস্কো ঠেকে পা মিলিয়েছিলেন আপনিও। সেই গানেরই তেলুগু ভার্সন ‘নাটু নাটু’ বুধবার গোল্ডের গ্লোবের মঞ্চে জিতে নিয়েছে সেরার সেরা পুরস্কার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বলিউডের তাবড় অভিনেতারা জানাচ্ছেন শুভেচ্ছা। তেলুগু গানটি লিখেছিলেন চন্দ্র বোস। আর হিন্দি ‘নাচো নাচো’র রচয়িতা এক বাঙালি কন্যে। নাম রিয়া মুখোপাধ্যায়। ‘আরআরআর’-এই জয়ে কী প্রতিক্রিয়া তাঁর? TV9 Bangla-র সঙ্গে এক্সক্লুসিভলি কথা বললেন তিনি।
“আমি কিন্তু নাটু নাটুর হিন্দি রচয়িতা। তাই টেকনিকালি এটা আমার জয় নয়। তবে হ্যাঁ, আমি এই ছবির অংশ। তাই জয়টা আমারও। ভীষণ ভীষণ গর্বের বিষয়। দারুণ আনন্দ হচ্ছে। কিরাভানি স্যরের (সঙ্গীত পরিচালক) জন্য একটা বড় শাউটআউট দিতে চাই। রাজামৌলী স্যরকে নিয়ে আর কী বা বলব। তেলুগু লিরিক্সটা লিখেছিলেন চন্দ্র বোস। তিনিও অসাধারণ লিখেছেন।” প্রাপ্তির পর কি রাজামৌলীর সঙ্গে তাঁর কথা হয়েছে? রিয়া যোগ করলেন, ” না, না এখনও হয়নি। এখনও ওঁরা লস এঞ্জেলসে রয়েছেন। আমি কিরাভানি স্যরকে মেসেজ করে রেখেছি। আশা করি তিনি তা দেখে উত্তর দেবেন।” শুধু ‘নাচো নাচো’ই নয়, ‘দোস্তি’ গানটিও লিখেছেন তিনি। জানালেন, রাজামৌলী নিজেই জানিয়েছিলেন বন্ধুত্ব নিয়ে একটা গান দরকার। যে বন্ধুত্ব আগুন ও জলের। বৈশিষ্ট্যগত দিক দিয়ে আলাদা হলেও জল ও আগুনের যে বন্ধুত্ব হয় তাই তুলে ধরা হয়েছিল ওই ছবিতে। আর রিয়ার লেখনীও লিখে ফেলেছিল মানানসই আইকনিক গান। আপাতত ‘আরআরআর’ টিমের ঘরে ফেরার অপেক্ষায় রিয়া। উচ্ছ্বাস যেন থামছেই না।
প্রায় সাড়ে চারশ কোটি টাকা দিয়ে বানানো এই ছবি ব্যবসা করেছিল ১২০০ কোটি টাকার। রামচরণ ও জুনিয়র এনটিআরের অভিনয় তো প্রশংসিত হয়েছিল, একই সঙ্গে ছবির চিত্রনাট্য, প্রেক্ষাপটও বেশ মনে ধরেছিল দর্শকের। ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও অজয় দেবগণকে। ওই ছবির জন্য অজয় দেবগণের পারিশ্রমিক ছিল আকাশছোঁয়া। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ও কোমারাম ভীমের লড়াইয়ের উপর তৈরি হয়েছে সিনেমার কাহিনী। ভারতীয়দের উপর ব্রিটিশ অত্যাচার, রুখে ধারানোর কাহিনী ধরা দিয়েছিল ছবিতে। অস্কারের দৌড়েও এই ছবি শামিল। আপাতত দেশের কাছে এ এক উচ্ছ্বাসের সময়। দক্ষিণী ছবির জয়জয়কার, বলিউড কি দেখছে?