গত বছর নভেম্বর মাসে সইফ আলি খান, অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং ইয়ামি গৌতম পৌঁছে গিয়েছিল হিমাচল প্রদেশ। পবন কৃপালিনীর হরর কমেডি ছবি ‘ভুত পুলিশ’-এর শুটিং চলে বরফ বেষ্টিত পাহাড়ে। বেশিরভাগ শুটিং হিমাচলে হয়ে গেলেও কিছু কাজ বাকি ছিল যা পরে মুম্বইতে শুট হয়। চলতি বছরে প্রথম মাসে ‘ভুত পুলিশ’-এর শুটিং শেষ হয়ে যায়। তারপর গত কয়ক মাস ধরে চলে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। ছবির ফার্স্ট লুক প্রকাশও করেন ছোটে নবাবের স্ত্রী করিনা। ইনস্টাগ্রামে করিনা ছবি পোস্ট করে লেখেন, “নিউ নর্মাল ইজ প্যারানর্মাল।”
সূত্রের খবর, প্রযোজক রমেশ টৌরানি সিদ্ধান্ত নিয়েছেন প্রেক্ষাগৃহে নয় সরাসরি ওটিটিতেই রিলিজড হবে ‘ভুত পুলিশ’।
আরও পড়ুন তাউটের দাপটে ভেঙে পড়েছে গাছ, নিজের বাড়িতে ঢুকতে পারছেন রণবীর-আলিয়া
সূত্র মারফত যা জানা যাচ্ছে তা হল কোভিডের কারণে দেশজুড়ে রয়েছে অনিশ্চয়তা এবং পরিস্থিতি কখন স্বাভাবিক হয়ে উঠবে তা কেউ নিশ্চিত করতে পারে না। সিনেমা দেখার অভ্যাস দর্শকদের জন্যও উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। তাই, প্রযোজক তাঁর হরর কমেডি সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রের আরও খবর যে নির্মাতা মৌখিকভাবে ফিল্মটিকে নিয়ে শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম, ডিজনি+হটস্টারের সঙ্গে কথা বলেছে এবং ডকুমেন্টশন কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। তাঁর কথায় “একাধিক প্রযোজকের সঙ্গে কথা বলে ডিজনি + হটস্টার আবার এক অধিগ্রহণের পথে চলেছে। যদি সব পরিকল্পনা অনুযায়ী হয় তবে তারা তাদের প্ল্যাটফর্মের জন্য হিন্দি রিলিজের সময় ঘোষণা করবে, যেমন তারা ২০২০-তে করেছিল।”