গ্যালাক্সি অর্থাৎ সলমন খানের পরিবারে একের পর এক সেলিব্রেশন পর্ব। সদ্য ভাই আরবাজ খানের বিয়ে হল মহা ধূমধামে। এখানেই শেষ নয়, পাশাপাশি আরও এক সেলিব্রেশন হাজির রাত পোহাতেই। দেখতে দেখতে সলমন খানের জন্মদিন হাজির। ৫৮ বছরে পা দিলেন তিনি। বলিউডের যেন তিনি চির কুমার। সুযোগ্য ব্যচেলর, যাঁকে নিয়ে সর্বত্রই একটাই চর্চা ছিল তুঙ্গে, কবে তিনি বিয়ের পিঁড়িয়ে বসতে চলেছেন? যা নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সলমন খানকে। বরং মাঝে মধ্যে তা নিয়ে মজা ঠাট্টাতে মাততে দেখা গিয়েছে তাঁকে। সলমন খান এক একবার নিজেই বলে বসেন যে তিনি কবে কখন বিয়ে করছেন। কিন্তু আদপে তা সত্যি খবর থাকে না। নয় ছবির চরিত্র নিয়ে মজার পোস্ট নয়তো অন্য কোনও প্রসঙ্গ। একটা সময় যখন তাঁর ভক্তদের একাংশ মেনে নিয়েছিলেন যে তিনি আর বিয়ের পিঁড়িতে বসবেন না, ঠিক সেই সময় আরবাজ খানের দ্বিতীয় বিয়ে সাড়া ফেলে দিল ভক্ত মনে। তার মানে সলমন খানের বিয়ের বয়স এখনও চলে যায়নি।
তিনি যে ব্যক্তি জীবনে মোটেও সিঙ্গল নন, তা তো নিজেই বিগ বসের মঞ্চে স্পষ্ট করে দিয়েছিলেন। তবে বিয়ে কেন হচ্ছে না? এই চিন্তায় চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে ভাইজানের মায়ের। তিনি বুঝতে পারেন না কীভাবে কী করলে তিনি ছেলের বিয়ে দিতে পারবেন। তাই মাঝে মধ্যেই জ্যোতিষ শাস্ত্র মেনে তিনি নানান রকমের কাণ্ড ঘটিয়ে থাকেন। তিনি ছেলের ঘরের বাস্তু মাঝে মধ্যেই পাল্টে ফেলেন। কোথায় কোন দিকে কী রাখলে ছেলের বিয়ে হবে তা তিনি নিজেই বুঝে উঠতে পারেন না। সলমন বিষয়টা জানলেও কোনওদিন মায়ের এই সিদ্ধান্তে আপত্তি জানাননি। সলমন খান নিজেই এক সাক্ষাৎকারে এই কথা শেয়ার করেছিলেন। তবে তিনি কি আদপে বিয়ে করবেন! সে প্রশ্নের উত্তর আজও অজানা।