Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউড স্টান্ট আর্টিস্টদের পাশে সলমন-নেটফ্লিক্স, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

শুটিং শুরু হয়েছে কিন্তু  কোভিডের কঠোর নির্দেশাবলীর কারণে শুধুমাত্র কয়েকজন কাজ শুরু করতে পেরেছেন।

বলিউড স্টান্ট আর্টিস্টদের পাশে সলমন-নেটফ্লিক্স, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত
সলমন।
Follow Us:
| Updated on: Jun 05, 2021 | 9:47 AM

কোভিডের দ্বিতীয় ওয়েভ গোটা দেশে প্রবলভাবে পড়ছে। ফিল্ম ইন্ডাস্ট্রির বহু স্টান্ট আর্টিস্ট কার্যত আজ। শুটিং বন্ধ ছিস পুরোপরিভাবে, এবং তাঁদের জীবনে আয়ের অন্য কোনও উৎস ছিল না। এখন শুটিং শুরু হয়েছে কিন্তু  কোভিডের কঠোর নির্দেশাবলীর কারণে শুধুমাত্র কয়েকজন কাজ শুরু করতে পেরেছেন।

তবে অবশেষে মনে হচ্ছে এই শিল্পীদের জীবনে আবার এক আশার আলো দেখা দিয়েছে। সলমন খান এবং নেটফ্লিক্স ইন্ডিয়া স্টান্ট আর্টিস্টস অ্যাসোসিয়েশনের অধীনে থাকা একাধিক স্টান্ট আর্টিস্টের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন।

আরও পড়ুন ‘ওহ মাই গড-২’তে নতুন মুখ, পরেশ রাওয়ালের পরিবর্তে আসছেন পঙ্কজ ত্রিপাঠি, বাদ যাননি অক্ষয়

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, অ্যাকশন ডিরেক্টর এজাজ গুলাব এক প্রতিবেদনে বলেন, যে তাঁরা এখনও পর্যন্ত কারও কাছ থেকে কোনও সহায়তা পাননি। তবে সলমন খানের কাছ থেকে সাহায্য পাচ্ছেন এবং প্রাপ্ত অর্থ সমিতির সদস্যদের ব্যঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তিনি আরও বলেন যে নেটফ্লিক্স তাদের অ্যাসোসিয়েশনদের সহায়তা করবে সুতরাং যে সদস্যরা কাজ না পেয়ে বাড়িতে দিন কাটাচ্ছেন তাঁদের জন্য কিছুটা হলেও স্বস্তি রয়েছে।

এর আগে কোভিডের প্রথম ওয়েভ চলাকালীন টাইগার শ্রফ এবং অজয় দেবগণ স্টান্ট আর্টিস্টদের পাশে দাঁড়িয়েছিলেন।