মেজো ভাই আরবাজ় করলেন দ্বিতীয় বিয়ে; তাই ‘প্রাক্তন বউদি’ মালাইকাকে ‘সান্ত্বনা’ পুরস্কার দিলেন সলমন

Salman Khan-Malaika Arora: টানা ১৮ বছর ধরে মালাইকা আরোরা নিজের নামের পাশে খান পদবী ব্যবহার করতেন। কারণ, তিনিই ছিলেন আরবাজ়ের প্রথম স্ত্রী এবং সলমনের ভাইয়ের বউ। আরবাজ়ের দ্বিতীয় বিয়ের পর তাঁর বর্তমান স্ত্রীকে উপহার দেওয়ার পরিবর্তে কেন মালাইকাকে উপহার পাঠানে সলমন? সান্ত্বনা পুরস্কার?

মেজো ভাই আরবাজ় করলেন দ্বিতীয় বিয়ে; তাই প্রাক্তন বউদি মালাইকাকে সান্ত্বনা পুরস্কার দিলেন সলমন
মালাইকা, সলমন, আরবাজ়।

|

Dec 25, 2023 | 5:35 PM

বিয়ে করলেন প্রাক্তন স্বামী এবং বড় ভাশুর পাঠালেন উপহার। সম্পর্ক ভাল থাকলে কী না হয়! যা হল বলিউডের সুন্দরী অভিনেত্রী মালাইকা আরোরার জীবনে। তাঁর প্রাক্তন স্বামী, তথা সলমন খানের মেজো ভাই আরবাজ় খান সদ্য বিয়ে করেছেন এক নামী মেকআর আর্টিস্টকে। সুরা খান তাঁর নাম। তাঁর পরবর্তী ছবি ‘পাটনা শুক্লা’র সেটে আরবাজ়ের সঙ্গে আলাপ হয় সুরার। সেখানেই প্রেম এবং তারপরই বিয়ে।

২৪ ডিসেম্বর মুম্বইয়ে ছোট্ট আয়োজন করে বিয়ে করেন সুরা-আরবাজ়। খান পরিবারে তাই খুশির আমেজ। হাজির ছিলেন আরবাজ়-মালাইকার পুত্র আরহান। এই পরিস্থিতিতে সলমন উপহার পাঠালেন মালাইকা আরোরাকে।

টানা ১৮ বছর ধরে মালাইকা আরোরা নিজের নামের পাশে খান পদবী ব্যবহার করতেন। কারণ, তিনিই ছিলেন আরবাজ়ের প্রথম স্ত্রী এবং সলমনের ভাইয়ের বউ। আরবাজ়ের দ্বিতীয় বিয়ের পর তাঁর বর্তমান স্ত্রীকে উপহার দেওয়ার পরিবর্তে কেন মালাইকাকে উপহার পাঠানে সলমন? সান্ত্বনা পুরস্কার?

একেবারেই না। সলমনের সংস্থা ‘বিইং হিউম্যান’ তারকাদের বাড়িতে উপহার পাঠিয়েছেন বড়দিনে। উপহার গিয়েছে মালাইকার বাড়িতেও। তাতে লেখা, “আপনাদের বড়দিনের অনেক-অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর প্রত্যেকের ভাল কাটুক। এই বন্ধুত্ব আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আশা করি, এই ছোট্ট উপহার তোমার মুখ হাসি ফোটাবে।”

কী সেই উপহার। সেই মূল্যবান গিফ্ট হ্য়াম্পারে রয়েছে সান্তা বুড়ো, টুপি, চকোলেটের গুঁড়ো, মোজা, স্কার্ফ, ইত্যাদি। প্রাক্তন ভাশুরের থেকে উপহার পেয়ে মালাইকা আনন্দে আটখানা হয়ে ইনস্টাগ্রামে স্টোরিতে তা শেয়ার করেছেন।

এই পোস্টের পরই সোশ্য়াল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের মনে হয়েছে ভাই আরবাজ়ের বিয়ে হয়ে গিয়েছে বলে প্রাক্তন ভাই-বউ মালাইকাকে উপহার পাঠিয়ে সান্ত্বনা দিয়েছেন সলমন।