AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুশান্তের জন্য ৫৭-তে এসে এই সিদ্ধান্ত নিলেন শেখর সুমন!

আনন্দ বা উত্তেজনার কোনও মেজাজ আমার নেই। আমি প্রার্থনা করব যে...

সুশান্তের জন্য ৫৭-তে এসে এই সিদ্ধান্ত নিলেন শেখর সুমন!
শেখর সুমন
| Updated on: Dec 05, 2020 | 7:03 PM
Share

১৪ জুন ২০২০, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর উত্তাল বিনোদুনিয়া। তাঁর মৃত্যু রহস্যে উদঘাটনে নেমে পড়েছে, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ব্যুরো, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুপ্রিম কোর্টের নির্দেশে অগাস্ট মাসে সিবিআইকে আত্মহত্যা মামলার তদন্ত শুরু করার নির্দেশও দেয়। ইতিমধ্যে বলিউডে মাদক চক্রে নাম উঠে আসছে একের পর এক নামজাদা সেলিব্রিটির। টেলিভিশন তারকা ভারতী সিংয়ের বাড়ি এবং অফিসেও হয়েছে তল্লাশি। ভারতী এবং তাঁর স্বামীকে সাতদিন হেফাজতের পর ছেড়ে দেওয়া হয়। কিছুদিন আগে জামিনে মুক্ত হন রিয়া চক্রবর্তীর (সুশান্তের বান্ধবী) ভাই সৌভিক।

সম্প্রতি টুইটারে ঘোষণা করলেন জন্মদিন সেলিব্রেট করবেন না অভিনেতা। বহুদিন ধরে সুশান্তের মৃত্যুর সুবিচারের দাবিতে সোচ্চার অভিনেতা শেখর সুমন। টুইটারে লেখেন, “৭ তারিখ জন্মদিন উদযাপন করছি না। এটুকু তো সুশান্তের জন্য আমি করতেই পারি। আনন্দ বা উত্তেজনার কোনও মেজাজ আমার নেই। আমি প্রার্থনা করব যে অপরাধীরা যেন শীঘ্রই ধরা পড়ে। এবং এই মামলার নিষ্পত্তি হোক।” কিছুদিন আগে শেখর সুমন এও লেখেন, “অনেকে আমায় জিজ্ঞেস করছে সুশান্তের বিষয়টি কতদূর এগিয়েছে। কিন্তু আমার কাছে সত্যিই এর কোনও উত্তর নেই। আমি শুধু প্রার্থনা করি, একদিন যেন কোনও মিরাকেল হয়। এছাড়া আমাদের কিছু করার নেই।”

আরও পড়ুন সেক্সনির্ভর ওয়েব সিরিজ দেখা আর পর্নোগ্রাফি তো এক নয়: স্যান্ডি সাহা

এর আগে শেখর সুমন বলেন, “আমার মনে হয় সুশান্তের কেসে সিবিআউ, এনসিবি এবং ইডি প্রত্যেক বিভাগ তাদের মতো করে জিজ্ঞাসাবাদ, তদন্ত এবং গ্রেপ্তার করছে। আমার অনুমান যে প্রমাণের অভাবে তারাও অসহায় বোধ করছে। তাই আমাদের আরও অপেক্ষা করতে হবে।”