Shahrukh On Eid: বিকেলেই উঠল ইদের চাঁদ, অপেক্ষমান ভক্তদের মুবারক-চুম্বন ছুড়লেন শাহরুখ

Viral Video: চলতি বছর এক কথায় শাহরুখ-ময়। 'পাঠান' হিন্দি ছবির ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক ব্যবসা করা ছবি। ১২০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। ইদের বিকেলে হাসিমুখে ভালবাসা জানালেন ভক্তদের।

Shahrukh On Eid: বিকেলেই উঠল ইদের চাঁদ, অপেক্ষমান ভক্তদের মুবারক-চুম্বন ছুড়লেন শাহরুখ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 5:32 PM

প্রতিবছরই ইদের দিন পালা করে ভক্তদের দর্শক নিয়ে থাকেন কিং খান। একই ছবি দেখা যায় সলমন খানের ক্ষেত্রেও। এই বিশেষ দিনে প্রিয় স্টারকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। করোনার সময় দুই বছর শাহরুখ থেকে সলমন দেখা না দিলেও, গত বছর অর্থাৎ ২০২২ থেকে আবারও ফেরে পুরোনো রীতি। আর সেই রীতিমেনেই এবার ভক্তদের উপচে পড়া ভিড় মন্নতের সামনে। গরমকে উপেক্ষা করেি পাঠান-এর জন্য অপেক্ষায় রইলেন ভক্তরা। শনিবার সকাল থেকেই বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন ছিল মন্নতের সামনে। সকলেই পলক গুনছিলেন, ইদের চাঁদের মতই। কখন দেখা মিলবে কিং খানের। তবে ইদে খুব বেশি দেরি করলেন না পাঠান।

শাহরুখ খান ঘড়ি ধরে চাঁদ ওঠার আগেই হাজির হয়ে গেলেন বাড়ির গ্যালারিতে। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। গলায় চেন। মাথায় নেই বড় চুল। স্টানিং লুকে এদিন সকলের নজর কাড়লেন কিং খান। চুম্বন ছুড়ে দিলেন ভক্তদের উদ্দেশে। হাত খুলে সকলকে জানালেন ভালবাসা। ভক্তদের উত্তেজনা এদিন ছিল দেখার মতো। শাহরুখকে দেখে সকলেই শুভেচ্ছা জানান ইদের। কিং খানও সময় ধরে ভক্তদের সঙ্গে করলেন দেখা।

বিপুল পরিমাণে পুলিশ এদিন ঘিরে ছিল ভক্তদের। পাঠানকে একঝলক দেখে সার্থক ভক্তরা ফিরলেন বিকেল-বিকেল। মন্নতের সামনে বিকেল হতেই দর্শন দেন শাহরুখ খান। ইদের উপহার এভাবেই দিলেন পাঠান। তবে গ্যালাক্সি (সলমন খানের বাড়ি)-র সামনে এবার আর তেমন ভিড় নেই। কারণ সলমন খান ব্যস্ত ছবির প্রিমিয়ারে। তাই ভাইজানের দর্শন নিয়ে বেজায় প্রশ্ন একশ্রেণীর ভক্তদের, কোথায় গেলে দেখা মিলবে তাঁর, খোঁজও নিচ্ছেন অনেকে।

চলতি বছর এক কথায় শাহরুখময়। পাঠান হিন্দি ছবির ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক ব্যবসা করা ছবি। ১২০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। অন্যদিকে সলমন খানের ছবি কিসি কি ভাই কিসি কি জান-এর ব্যবসা এখন বেজায় প্রশ্নের মুখে।