Shah Rukh Khan Fans: মন্নতের সামনে বিপত্তি, শাহরুখের ৩০ ভক্ত এবার দায়ের করলেন FIR, কিন্তু কেন?
Shah Rukh Khan Birthday: প্রতিবারই মন্নতের সামনে এদিন বিশেষ পুলিশ মোতায়িত থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। কিন্তু এ কী কাণ্ড ঘটল এবার? শাহরুখ খানের বাড়ির সামনে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হল ভক্তদের। শেষমেষ বাধ্য হলেন তাঁরা এফ আই আর দায়ের করতে। অর্থাৎ থানায় লিখিত অভিযোগ জানালেন তাঁরা।
শাহরুখ খানের জন্মদিন বলে কথা, প্রতিবারের মতো, এবারও মন্নতের বাইরের ছবিটা ছিল চোখে পড়ার মতো। সকলেই কিং খানকে এদিন একবার চোখের দেখা দেখতে ছুটে গিয়েছিলেন মন্নতের সামনে। সকাল থেকেই চলছিল অপেক্ষা। দফায় দফায় দেখা দিচ্ছিলেন শাহরুখ খান। এই ছবি সত্যি খুব চেনা। যার জন্য প্রতিবারই মন্নতের সামনে এদিন বিশেষ পুলিশ মোতায়িত থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। কিন্তু এ কী কাণ্ড ঘটল এবার? শাহরুখ খানের বাড়ির সামনে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হল ভক্তদের। শেষমেষ বাধ্য হলেন তাঁরা এফ আই আর দায়ের করতে। অর্থাৎ থানায় লিখিত অভিযোগ জানালেন তাঁরা। ঠিক কী ঘটে তাঁদের সঙ্গে! শাহরুখ খানের বাড়ির সামনে যে এদিন বিপুল পরিমাণে ভক্তের ভিড় হয় তা অজানা নয়। এবার সেই সুযোগ নিয়ে বসল পকেটমারেরা। মোট ৩০ জন শাহরুখ ভক্তের ফোন গেল খোয়া।
একসঙ্গে সকলেই যখন দেখলেন পকেট থেকে ফোন চুরি গিয়েছে, তখন মুম্বই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। বৃহস্পতিবার রাতে শাহরুখ খানের বাড়ির সামনে ঘটে এই ঘটনা। যেখানে শাহরুখ খানকে দেখার জন্য সকলেই ছিলেন মুখিয়ে, সেই সুযোগ নিয়ে কেউ তাঁদের ফোন চুরি করেছে। বিষয়টা লক্ষ্য করতেই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন তাঁরা। অতীতে এমন ঘটনার খবর কখনও প্রকাশ্যে আসেনি। এদিন মধ্যে রাতে সকলকে দেখা দিয়েছিলেন শাহরুখ খান। সকলের নজরের কেন্দ্রে তখন তিনিই ছিলেন। নিজের সিগনেচার স্টেপ করা থেকে শুরু করে হাত জোড় করে সকলকে প্রমাণ করা, কিছু বাদ পড়ে না শাহরুখ খানের তালিকা থেকে। এদিন সকলে যখন তাতেই বিভোর ছিলেন, ঠিক তখনই ঘটে যায় বিপত্তি। যদিও এর এখনও কোনও কিনারা হয়নি বলেই খবর।