রিলিজের ১১ বছর পার! ‘মাই নেম ইজ খান’ নিয়ে কী বললেন শাহরুখ

করণ জোহরের পরিচালনা এ ছবিতে শাহরুখের চরিত্রে নাম ছিল ‘রিজওয়ান খান’। যিনি অটিজম আক্রান্ত এক মানুষ। ৯/১১ সন্ত্রাসবাদী হামলার পর কীভাবে রিজওয়ানের জীবন বদলে যায়, তা নিয়ে গল্পই 'মাই নেম ইজ খান’। তিন-তিনটি ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত এ ছবিতে বহু বছর পর দেখা গিয়েছিল কাজল-শাহরুখ জুটিকে।

রিলিজের ১১ বছর পার! ‘মাই নেম ইজ খান’ নিয়ে কী বললেন শাহরুখ
Follow Us:
| Updated on: Feb 12, 2021 | 6:05 PM

১২ ফেব্রুয়ারি কিং খানের জীবনের এক স্পেশাল দিন। ২০১০ সালে এ দিনে রিলিজ করেছিল শাহরুখ অভিনীত ‘মাই নেম ইজ খান’। তা-ই কোনওভাবে এ দিনে তিনি ছবিকেন্দ্রিক হ্যাশট্যাগ থেকে নিজেকে বিরত রাখতে পারেন না। গতবছর এ দিনে শাহরুখ লেখেন, ‘করণ জোহর এবং কাজলকে আমাদের কেরিয়ারের সহচেয়ে বিতর্কিত ফিল্ম তৈরি করার জন্য ধন্যবাদ। একমাত্র ফিল্ম যার ছবিগুলো আমি প্রতিদিন দেখি শুধু আমার এক্সপ্রেশন ঠিক ছিল কি না তা জানার জন্য। এখানে রইল তেমন কিছু ছবি।’

আরও পড়ুন মেডিক্যাল থ্রিলার শো! অভিনয়ে শেফালি শাহ, সঙ্গে কীর্তি কুলহারি

আজ আবার পঞ্চাশোর্ধ্ব অভিনেতা আবার হ্যাশট্যাগে দিয়ে লিখলেন ‘মাই নেম ইজ খান’-এর এগারো বছর। নিজের এক সেলফি পোস্ট করে ক্যাপশানে লিখলেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফিল্ম দেখি যা বছর বছর পুনরাবৃত্তি হয়। মাইলস্টোনের থেকে বেশি অনেকটা জন্মদিনের শুভেচ্ছাবার্তার মতো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যখন যখন  #‘মাই নেম ইজ খান’-এর এগারো বছর (#11YearsOfMyNameIsKhan) দেখি, তখন বলি, আমার মনে হয় ফিল্মের সঙ্গে যুক্ত প্রত্যেকে ভীষণ ভাল কাজ করেছে।’

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

স্পোর্টি লুকে, মাথায় ব্যান্ডেনা পরে শাহরুখ। ছবি দেখলে বোঝা যায়, ওয়ার্কআউট সেশনের মাঝে সেলফি তুলেচেন কিং খান। এক খান-ফ্যান ছবির কমেন্টবক্সে লিখেছেন, ‘এসআরকে-র অস্কারেরে প্রয়োজন নেই…অস্কারের প্রযোজন এসআরকে।’

করণ জোহরের পরিচালনা এ ছবিতে শাহরুখের চরিত্রে নাম ছিল ‘রিজওয়ান খান’। যিনি অটিজম আক্রান্ত এক মানুষ। ৯/১১ সন্ত্রাসবাদী হামলার পর কীভাবে রিজওয়ানের জীবন বদলে যায়, তা নিয়ে গল্প ই নেম ইজ খান’। তিন-তিনটি ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত এ ছবিতে বহু বছর পর দেখা গিয়েছিল কাজল-শাহরুখ জুটিকে।