ইউরোপের তিন দেশে চলবে শাহরুখ-জনের ‘পাঠান’ ছবির শুটিং

শুভঙ্কর চক্রবর্তী |

May 29, 2021 | 4:21 PM

৬০% শুটিং শেষ হয়েছে। বাকি ৪০% বিদেশে হবে। খবর যে ইউনিটটি রাশিয়ার কয়েকটি মূল দৃশ্য ফিল্মিং করবে। আবার এও শোনা যাচ্ছে ‘পাঠান’-এর বিদেশের শুটগুলো ফিনল্যান্ডে হবে।

ইউরোপের তিন দেশে চলবে শাহরুখ-জনের পাঠান ছবির শুটিং
শাহরুখ-জন-দীপিকা।

Follow Us

করোনার দ্বিতীয় ওয়েভের দাপট বিদ্যমান, ফলত প্রেক্ষাগৃহের তালা বন্ধ করতে হয়েছিল। সিনেমাহলের দরজা দর্শকদের জন্য খোলা এবং তাঁদের আস্থা অর্জন করতে এখনও খানিক সময় লাগবে। তবুও, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বাধা পায়নি এবং বড় বাজেটের প্রযোজনার সঙ্গে তা এগিয়েও চলেছে। আশা এই যে ব্যবসা ভবিষ্যতে বাড়তি আয় নিয়ে ফিরে আসবে।

শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘পাঠান’ গত বছর মহামারীর মধ্যে শুরু হয়েছিল যখন কোভিডের সংক্রমণ কমতে শুরু করেছিল। এটি বলিউডের এখনও পর্যন্ত অন্যতম বৃহত্তম ফিল্ম হতে পারে তা নিশ্চিত করতে নির্মাতারা কোনও প্রচেষ্টা ছাড়ছেন না।

জানা গিয়েছে ‘পাঠান’-র পরবর্তী শুটিং শিডিউল বিদেশে শুরু হবে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইউনিটটি রাশিয়ার কয়েকটি মূল দৃশ্য ফিল্মিং করবে। আবার এও শোনা যাচ্ছে ‘পাঠান’-এর বিদেশের শুটগুলো ফিনল্যান্ডে হবে।

 

আরও পড়ুন দেখুন ছবি: পঙ্কজ ‘করমচাঁদ’ কাপুরের জন্মদিনে তাঁর জীবনের অজানা গল্প

 

সূত্রের খবর, “ইউরোপীয় তিনটি দেশে হবে শুটিং। এই তিনটি দেশ কোনগুলো হবে এবং শুটিং শিডিউল ঠিক কবে, তা এখনই বলা মুশকিল। ইউরোপীয় ইউনিয়নের নিয়মের উপর নির্ভর করে তাঁদের ভ্রমণের পরিকল্পনা করতে হচ্ছে। এছাড়াও, প্রযোজক আদিত্য চোপড়া চাইবেন যে সমস্ত ইউনিট সদস্যকে পুরোপুরি ভ্যাকসিনেশন দেওয়া উচিত কারণ এটি বাধ্যতামূলক হতে পারে। তবে টিকাকরণের প্রক্রিয়া এখন ধীর গতিতে এগচ্ছে,  যদিও কয়েক সপ্তাহের মধ্যে এটি শেষ হয়ে যেতে পারে। নির্মাতারাও এও ভাবছে যদি ইউরোপের ক্রুয়ের সন্ধান পাওয়া যায়, যাঁদের ইতিমধ্যে টিকা নেওয়া হয়ে গিয়েছে, তাহলে শুটিংয়ের ক্ষেত্রে সুবিধা হতে পারে।”

সূত্রটি আরও জানিয়েছে, “কয়েক সপ্তাহের মধ্যে একটি পরিষ্কার ছবি উঠে আসবে। এটি হয়ে গেলে, যশরাজ ফিল্মস তিনটি দেশ যেখানে এই শুটিং হবে, সেখানে কল করা শুরু করবে। ৬০% শুটিং শেষ হয়েছে। বাকি ৪০% বিদেশে হবে।“

Next Article