আমার সমস্ত সঞ্চয় শেষ…মহামারী আমার আয়ের কোনও উপায় রাখেনি: সোনা মহপাত্র

শুভঙ্কর চক্রবর্তী |

May 24, 2021 | 4:05 PM

সোনা বলেন—কয়েক বছর ধরে মহিলা শিল্পীদের সুযোগ আরও কম এবং পরিসর ছোট হয়ে এসেছে।

আমার সমস্ত সঞ্চয় শেষ...মহামারী আমার আয়ের কোনও উপায় রাখেনি: সোনা মহপাত্র
সোনা মহাপাত্র

Follow Us

গায়িকা সোনা মহাপাত্র একটি নতুন টুইটে ‘শাট আপ সোনা’র ডকুমেন্টারি তৈরিতে তাঁর সমস্ত সঞ্চয় ব্যয় করার বিষয়ে কথা বলেন। তিনি বলেন যে এর খুব শীঘ্রই কোভিড মহামারী বিশ্বকে আকস্মিকভাবে আঁকড়ে ধরেছিল এবং তাঁর কাছে ‘আয়ের কোনও উপায়’ রাখেনি।

সোনা নিজের টুইটারে একটি সেলফি শেয়ার করে লেখেন, ‘ব্যথা অনিবার্য, দুর্ভোগ ঐচ্ছিক…নিজেকে খুশি রাখা ইচ্ছেমতো। আমার ছবি # শুটআপসোনা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরছে এবং ফিল্ম ফেস্টিভ্যালে জিতছে, আমার সমস্ত সঞ্চয় এই ফিল্ম বানাতে চলে গিয়েছে, মহামারী আমার কোনও আয়ের উপায় রাখেনি আমাদের গতি থামিয়ে দিয়েছিল।’

 

দীপ্তি গুপ্ত পরিচালিত, ‘শাট আপ সোনা’ সোনা মহাপাত্রর জীবনের কিছু অন্তরঙ্গ গল্প বলে। গায়িকা ঘোষণাও করেছিলেন যে আসন্ন নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছে।

গত বছর এক সাক্ষাৎকারে সোনা বলেন কী কারণে তিনি নিজেই নিজের উপর একটি ফিল্ম বানানোর কথা ভেবেছেন। “আমি ফিল্মে শুধুমাত্র একটা মাধ্যম, একজন মহিলা শিল্পীর চোখ দিয়ে দেখা সর্বজনীন একটি গল্প। এই ফিল্মটি প্রযোজনা করতে কী বাধ্য করল? আমি মনে করি না যে অন্য কাউকে দিয়ে ছবিটি শুরু করা যেতে পারত।”

সোনা আরও বলেন ২০১৭ সালে তিনি নিজেকে ‘এক কোণায়’ পেয়েছিলেন। “আমি অনুভব করেছি যে কয়েক বছর ধরে মহিলা শিল্পীদের সুযোগ আরও কম এবং পরিসর ছোট হয়ে এসেছে। মূলধারার প্রকাশিত ১০০ গানের মধ্যে, সাত-আট নয় এমনকি একটি রোম্যান্টিক ডুয়েটে পর্যাপ্ত লাইন সহ একজন মহিলার ভয়েস থাকে না। কোনওভাবে, ভারতে বড় শিল্পীর ব্র্যান্ড তৈরি করতে মহিলাদের সাহায্য করা হয় না”

 

 

 

 

Next Article