AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চোখের নিচে কালি, হাতে কালশিটে! পোস্ট হল সোনম কাপুরের ছবি

গ্লাসগোর কনকনে ঠান্ডা আবহাওয়ায় একরকম যুঝে ছবির শুটিং চালিয়েছেন সোনম। গরম কাপড়জামাও শীত আটকাতে পারেনি তা-ই সোনমের হাতে ছিল গরম জলের ব্যাগ।

চোখের নিচে কালি, হাতে কালশিটে! পোস্ট হল সোনম কাপুরের ছবি
সোনম কাপুর
| Updated on: Feb 13, 2021 | 10:13 AM
Share

গোটা লকডাউন সোনম কাপুর আহুজা এবং বরের সঙ্গেই কাটিয়েছেন। বর আনন্দ আহুজা এবং সোনম লন্ডনে কাটিয়েছেন ‘উই টাইম’। তবে এখন সোনম ভীষণ ব্যস্ত। স্কটল্যান্ডের এক শহর গ্লাসগোতে চলছে ‘ব্লাইন্ড’ ছবির শুটিং। শুটিংয়ের মুহূর্তের ছবি ধরা দিয়েছে তাঁর ইনস্টা হ্যান্ডেলেও।

সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে এক সেলফি পোস্ট করলেন সোনম। ছবিতে নায়িকার হাতে পড়া কালশিটে ভীষণ স্পষ্ট। বোঝা যাচ্ছে রক্ত-ঘাম পায়ে ফেলে শুটিং করে যাচ্ছেন সোনম। তিনি পোস্ট করা ছবিতে লিখেছেন যে ফিল্মে কাজ করা ভীষণ কঠিন ছিল তবে কাজ করে দারুণ খুশি । তিনি এও জানান ‘ব্লাইন্ড’ ছবির শুটিং শেষ হয়েছে।

আরও পড়ুন নেটফ্লিক্স এবং সিনেমাহলে একইসঙ্গে হতে পারে ‘সূর্যবংশী’র রিলিজ!

View this post on Instagram

A post shared by Sonam K Ahuja (@sonamkapoor)

সাদা টিশার্ট পরে, এক হাতে তোলা সেই সেলফিতে দেখা যাচ্ছে হাতের কাছে এক কালশিটে পড়েছে। তিনি যে ক্লান্ত তাও সোনমের ঢুলে পড়া চোখ দেখে বোঝা যাচ্ছে। কিছুদিন আগে শুটিংয়ের বিহাইন্ড দ্য সিনস ছবিও পোস্ট করেন সোনম।

সোনম কাপুর।

গ্লাসগোর কনকনে ঠান্ডা আবহাওয়ায় একরকম যুঝে ছবির শুটিং চালিয়েছেন সোনম। গরম কাপড়জামাও শীত আটকাতে পারেনি তা-ই সোনমের হাতে ছিল গরম জলের ব্যাগ। ক্যাপশানে লেখেন , ‘গরম জলের বোতল, স্কটল্যান্ডের এই বরফের মতো ঠান্ডা আবহাওয়ার সঙ্গে লড়াই করতে’।

View this post on Instagram

A post shared by Sonam K Ahuja (@sonamkapoor)

‘ব্লাইন্ড’ ছবিতে সোনম ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পূরব কোহলি, বিনয় পাঠক এবং লিলেট দুবে।