Sunny Deol: গুরদ্বারের মতো ২৪ ঘণ্টাই রান্নাঘর খোলা থাকে আমার বাড়িতে: সানি
Sunny Deol: সানি বলেছিলেন, পঞ্জাবী পরিবারে জন্মেও তিনি মধ্যপন করেন না। তিনি এটাও বুঝতে পারেন না মানুষ কী করে এত মদ হজম করেন। সানি বলেছেন, "আমি মদ্যপান করেছি। যখন ইংল্যান্ডে গিয়েছিলাম, সকলকে দেখেছিলাম মধ্যপান করতে। মানুষ কেন এত মধ্যপান করে, তা বুঝতেই আমি খেয়েছিলাম। খুব তেঁতো স্বাদ। খারাপ বন্ধ। মাথাও ব্যথা করে। তা হলে মানুষ কেন খায়।"
আতিথেয়তার প্রশ্ন আসলে অনেক বড় মনের মানুষ তাঁর পরিবারের লোকজন। জানিয়েছেন সানি দেওল। তাঁর ঠাকুমার সময় থেকে তেমনটাই দেখে আসছেন তিনি। বাড়ির রান্নাঘর নাকি কখনওই বন্ধ থাকে না। ২৪ ঘণ্টাই নাকি সেখানে রান্না হয়। এমনকী মাঝ রাতেও খাবার তৈরি হয় দেওল পরিবারের রন্ধনশালায়। বাড়ির সকলের বিশ্বাস মাঝরাতেও যদি কেউ হঠাৎ চলে আসেন, তিনি খালি পেটে যাবেন না। সম্প্রতি সানি দেওয়ালের পুত্র করণেরর বিয়েতে তেমনই আতিথেয়তা অনুভব করেছেন আমন্ত্রিতরা। সেখানে নাকি মদের ফোয়ারা ছুটেছিল।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সানি বলেছেন, “আমার বাড়িকে যদি গুরুদ্বারের সঙ্গে তুলনা করা হয়, তাহলে ভুল বলা হবে না। গুরুদ্বারের মতোই সেখানে সারাক্ষণ কোন না-কোন খাবার তৈরি হয়। আমার ঠাকুমার আমল থেকে এমনটাই চলে আসছে। আমার ছেলের বিয়েতেও তেমনটাই হয়েছে। মদের কল এক মুহূর্তের জন্যেও বন্ধ হয়নি।”
সেই সাক্ষাৎকারে সানি বলেছিলেন, পঞ্জাবী পরিবারে জন্মেও তিনি মধ্যপন করেন না। তিনি এটাও বুঝতে পারেন না মানুষ কী করে এত মদ হজম করেন। সানি বলেছেন, “আমি মদ্যপান করেছি। যখন ইংল্যান্ডে গিয়েছিলাম, সকলকে দেখেছিলাম মধ্যপান করতে। মানুষ কেন এত মধ্যপান করে, তা বুঝতেই আমি খেয়েছিলাম। খুব তেঁতো স্বাদ। খারাপ বন্ধ। মাথাও ব্যথা করে। তা হলে মানুষ কেন খায়।”
সাম্প্রতিককালে ‘গদর টু’ ছবির জন্য আলোচনায় এসেছেন সানি। বহু বছর আগে ‘গদর’ ছবি মুক্তি পায় তাঁর। ‘গদর ২’ সেই ছবিটিরই সিকুয়্যেল। এই ছবি হিট করার পর বলিউডে আরও অনেক কাজের প্রস্তাব আসছে সানির কাছে। আমির খানের প্রযোজনায় ‘লাহোর, ১৯৪৭’-এ অভিনয় করবেন সানি। তিনিই মুখ্যচরিত্রে। শোনা যাচ্ছে, রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিতেও নাকি তিনি হবেন হনুমান।